টেলিভিশন দুনিয়ায় আরাত্রিকা মাইতি ঘরে ঘরে জনপ্রিয়। মিঠিঝোরা সিরিয়ালে তাঁর রাইপূর্ণা চরিত্রটি দর্শকদের খুবই প্রিয়। সম্প্রতি জন্মদিন পালন করলেন মিঠিঝোরা নায়িকা। আর এই বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন আরাত্রিকা। অনেকদিন ধরেই আরাত্রিকার প্রেম নিয়ে টেলিপাড়ায় ফিসফাস। অভিনেত্রী নাকি সম্পর্কে জড়িয়েছেন আর্য দাশগুপ্তের সঙ্গে। যদিও নিজের মুখে আর্য বা আরাত্রিকা কেউই সেই কথা মুখ ফুটে বলেননি। তবে জন্মদিনের দিন আর্য ও আরাত্রিকাকে একসঙ্গে দেখা গেল।
জন্মদিনের দিন আরাত্রিকা ও আর্য দুজনেই টুইনিং করে কালো রঙের পোশাক পরেছিলেন। আর্য অভিনেত্রীর জন্য এনেছিলেন লাল রঙের গোলাপ। শুধু তাই নয়, আরাত্রিকাকে কেকও খাইয়ে দেন বনবিবি অভিনেতা। আরাত্রিকার জন্মদিন উপলক্ষ্যে আর্য একটি ভিডিও পোস্ট করেন। অভিনেত্রীকে পার্টনার ইন ক্রাইম বলেই ডেকে থাকেন আর্য। তবে মিঠিঝোরা অভিনেত্রী জানিয়েছেন যে তিনি ও আর্য খুব ভাল বন্ধু, তাঁদের মধ্যে এই ধরনের কোনও সম্পর্ক নেই।
আরাত্রিকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন জি বাংলার খেলনা বাড়ি দিয়ে। আর সেটা শেষ হতেই তিনি যোগ দেন মিঠিঝোরাতে। সেখানে রাইয়ের চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। এমনিতে ঝাড়গ্রামের মেয়ে তিনি। তবে এখন কাজের সূত্রে কলকাতারই বাসিন্দা। অন্য দিকে, রাজদীপ ঘোষের ‘বনবিবি’ ছবিতে পার্নো মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন আর্য দাশগুপ্ত। গাঁটছড়া ধারবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।
২০ বছরে পা দিলেন মিঠিঝোরার রাই। জন্মদিনের সেলিব্রেশন শুরু মাঝরাত থেকেই। মা-বাবার সঙ্গে কেক কেটে উদযাপন করলেন। সঙ্গে ছিলেন আর্য। শ্যুটিং সেটেও কেক কাটা হয়েছে আরাত্রিকার। তবে এখনও আর্য-আরাত্রিকা তাঁদের সম্পর্ককে গোপনেই রাখতে চাইছেন। দুজনেই এখন কেরিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন।