scorecardresearch
 

Vikrant Massey: হঠাত্‍ অবসর ঘোষণা '12th Fail' খ্যাত বিক্রান্তের, কী হল?

Vikrant Massey: বড়পর্দা থেকে ওয়েব সিরিজ তিনি দখল করে রয়েছেন বিনোদনের সিংহভাগই। দর্শকদের নানান চরিত্রের মধ্য দিয়ে এই অভিনেতা সকলের প্রশংসা কুড়িয়েছেন দুহাত ভরে। সেই বিক্রান্ত ম্যাসি বছর শেষে মন ভাঙলেন তাঁর অজস্র গুণমুগ্ধদের।

Advertisement
অবসর ঘোষণা বিক্রান্ত ম্যাসির অবসর ঘোষণা বিক্রান্ত ম্যাসির
হাইলাইটস
  • বড়পর্দা থেকে ওয়েব সিরিজ তিনি দখল করে রয়েছেন বিনোদনের সিংহভাগই।

বড়পর্দা থেকে ওয়েব সিরিজ তিনি দখল করে রয়েছেন বিনোদনের সিংহভাগই। দর্শকদের নানান চরিত্রের মধ্য দিয়ে এই অভিনেতা সকলের প্রশংসা কুড়িয়েছেন দুহাত ভরে। সেই বিক্রান্ত ম্যাসি বছর শেষে মন ভাঙলেন তাঁর অজস্র গুণমুগ্ধদের। টুয়েলভথ ফেল-এর অভিনেতা ঘোষণা করলেন তিনি অভিনয় ছাড়ছেন সাময়িকভাবে। আর তাঁর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই তাঁর ভক্তদের রীতিমতো অবাক করে দিয়েছে। ১ ডিসেম্বর বিক্রান্ত সোশ্যাল মিডিয়া পেজে ঘোষণা করেন যে তিনি অভিনয় ছাড়তে চলেছেন। 

বিক্রান্ত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে লেখেন, ২০২৫ সালে বড় পর্দায় ‘শেষ এক বার’ দেখা হবে তাঁর দর্শকের সঙ্গে। এ দিন পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এ বার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। এক জন স্বামী, বাবা ও ছেলে হিসেবে। এবং অবশ্যই এক জন অভিনেতা হিসেবে। তবে বিক্রান্তের অনুরাগীদের এখনই এতো হতাশ হওয়ার কারণ নেই। অভিনেতা এর পরে লেখেন, ‘ফলে আগামী ২০২৫ সালে, আমাদের শেষ বারের মতো দেখা হবে। যত দিন না সঠিক সময় আসছে আবার। শেষ ২টো ছবি এবং এত বছরের স্মৃতি। সকলকে আবারও ধন্যবাদ। সমস্ত কিছুর জন্য়।’ খোলা চিঠির শেষে লেখেন, ‘চিরকালের ঋণী’। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

Advertisement

সূত্রের খবর, বিক্রান্ত আপাতত দু’টি ছবির শুটিং করছেন - ‘ইয়ার জিগরি’ ও ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’। প্রসঙ্গত, অভিনেতা বিক্রান্ত ম্যাসি পরিচালক বিধু বিনোদ চোপড়ার 12th Fail-এ অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তিনি আইপিএস মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, ফির আয়ি হাসিন দিলরুবা ও দ্য সবরমতী রিপোর্টও বেশ চর্চায় রয়েছে। দ্য সবরমতী রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেই প্রশংসা পেয়েছে। এই ছবিকে একাধিক রাজ্যে করমুক্ত করেছেন অমিত শাহ। এই ছবিটি গোধরা ট্রেন দুর্ঘটনার ওপর তৈরি করা হয়েছে। 

বিক্রান্তের অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার খবরে তাঁর ভক্তেরা বেশ আশাহত। এই পোস্ট দেখে হতভম্ব অনুরাগীরা। তাঁরা যেন বিশ্বাসই করতে চাইছেন না। বিক্রান্ত নিজের কেরিয়ারে অনেকটা পথ এসেছেন, টেলিভিশন থেকে বড় পর্দা হয়ে ওটিটি। ‘টুয়েলভথ ফেল’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘হাসিন দিলরুবা’, ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’, ‘মির্জ়াপুর’ সহ অজস্র কাজ করেছেন তিনি, পেয়েছেন প্রশংসাও।

আরও পড়ুন

  

 

Advertisement