বুধবার সকাল থেকেই মহারাষ্ট্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর এই ভোট উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবদেরও দেখা গেল নিজের নিজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে। সকাল সকাল বহু বলিউড স্টাররাই তাঁদের কর্তব্য পালন করে এলেন।
অক্ষয় কুমার
জুহুর ভোটগ্রহণ কেন্দ্রে প্রথম ভোট দিতে দেখা গেল অক্ষয় কুমারকে। এদিন অভিনেতাকে কালো শার্ট ও চেক প্যান্ট পরে ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গেল। প্রসঙ্গত, গত বেশ কিছু বছর ধরেই অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলছিল। অভিনেতার কাছে কানাডার নাগরিকত্ব ছিল। তবে গত বছরের অগাস্টে অক্ষয় ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাব। আনুষ্ঠানিকভাবে, দ্বিতীয়বার ভারতের নাগরিকত্ব পাওয়ার পর চলতি বছরে লোকসভা নির্বাচনে প্রথমবার অক্ষয় ভোট দিলেন।
রাজকুমার রাও
সাদা টি-শার্ট ও ক্যাপ পরে একেবারে দারুণ মেজাজে সকাল সকাল জুহুতে ভোট দিতে দেখা গেল রাজকুমার রাওকে।
আলি ফজল
মির্জাপুর তারকা আলি ফজলকেও দেখা গেল ভোট দিতে আসতে। পোলিং স্টেশন থেকে বেড়িয়ে আলি পোজও দেন ছবি তোলার জন্য। কালো টি-শার্ট ও উল্টো করে পরা টুপিতে দারুণ স্মার্ট লাগছিল অভিনেতাকে।
ফারহান-জোয়া আখতার
অভিনেতা-পরিচালক ফারহান আখতার ও জোয়া আখতারকে দেখা গিয়েছে বান্দ্রার ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে। ভাই-বোন দুজনে একসঙ্গে ভোট দিলেন।
অভিনেত্রী উর্মিলাকেও দেখা গিয়েছে ভোট দিতে। শুধু তাই নয় তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজেও সকলকে ভোট দেওয়ার আবেদন করেছেন।
সুভাষ ঘাই
খলনায়ক ও কর্মার মতো আইকনিক ছবির পরিচালক সুভাষ ঘাই, তাঁর স্ত্রীর সঙ্গে ভোট দিতে পৌঁছান। ভোট দেওয়ার পর তিনি ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তোলেন।
রীনা দত্ত
সুপারস্টার আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত মুম্বইয়ে ভোট দিলেন।
ভুলভুলাইয়া ৩ অভিনেতা কার্তিক আরিয়ানও ভোট দিতে আসেন। তিনিও ক্যামেরার সামনে পোজ দেন। মহারাষ্ট্রের ২৮৮টি আসনে এই বিধানসভা ভোট চলছে, শনিবার ২৩ নভেম্বর যার ফল ঘোষণা হবে।