scorecardresearch
 

KIFF-Imtiaz Ali: ট্রামে করে শহর ঘুরলেন, খেলেন ভাঁড়ের চা, KIFF-এ 'জব উই মেট' পরিচালক

KIFF-Imtiaz Ali: কলকাতার সঙ্গে এক অন্য রকমের সম্পর্ক বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলির। এই শহরের টানে বারবার এখানে ছুটে আসেন 'লাভ আজ কাল' পরিচালক। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের তৃতীয় দিনে শহরে পা রাখলেন পরিচালক ইমতিয়াজ। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে তিনি এবার এসেছেন কলকাতায়।

Advertisement
শহরে এসে ট্রামে করে ঘুরলেন ইমতিয়াজ শহরে এসে ট্রামে করে ঘুরলেন ইমতিয়াজ
হাইলাইটস
  • কলকাতার সঙ্গে এক অন্য রকমের সম্পর্ক বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলির।

কলকাতার সঙ্গে এক অন্য রকমের সম্পর্ক বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলির। এই শহরের টানে বারবার এখানে ছুটে আসেন 'লাভ আজ কাল' পরিচালক। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের তৃতীয় দিনে শহরে পা রাখলেন পরিচালক ইমতিয়াজ। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে তিনি এবার এসেছেন কলকাতায়। তবে ছবির প্রচারের ফাঁকে ট্রামে করে ঘুরলেন পরিচালক। খেলেন ভাঁড়ে চা। 

মাই মেলবোর্ন ছবির প্রচারের জন্য পরিচালক ট্রামকেই বেছে নিয়েছিলেন। ট্রামে চড়ে ঘোরা, ভাঁড়ে করে গরম চায়ে চুমুক, সবটাই উপভোগ করলেন দারুণভাবে। ইমতিয়াজ আলি এক সংবাদমাধ্যমকে বলেন, কলকাতায় যে ট্রামগুলি চলে, সেগুলি প্রত্যেকটি তৈরি হয় মেলবোর্নে।  স্বাভাবিকভাবেই মেলবোর্ন এবং কলকাতা ট্রামের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, আমি এবং আরও তিনজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেছি। মোট চারটি গল্প ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়। প্রত্যেকটি গল্পের সঙ্গে অন্য গল্পের একটি গভীরভাবে যোগাযোগ রয়েছে। তবে আমি মনে করি এই বৃত্তটি যতক্ষণ না পূর্ণ হবে যতক্ষণ এটি কলকাতায় এসে শেষ হচ্ছে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cam on Go (@cam.on_go)

কলকাতা শহরে ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য এই শহরবাসীর কাছে অনুরোধ করেছেন জব উই মেট পরিচালক। তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, আমি চাই কলকাতা শহরের রাস্তায় ট্রাম চলুক। সরকারকে কোনও বার্তা দিতে চাই না। শহরবাসীকে বলব তাঁরা যেন সরকারকে এই অনুরোধ করেন। ট্রাম পরিবেশ-বান্ধব আর এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ একা হয়ে পড়েছে তাই ট্রামে অনেক মানুষের সঙ্গে একসঙ্গে যাতায়াত, আর বাঙালি একসঙ্গে হলেই আড্ডা দেয়, এটা থেরাপির মতো কাজ করে। 

  

Advertisement

কলকাতার খাবারের প্রতিও ভালোবাসা রয়েছে পরিচালকের। তিনি জানান এই শহরে কম টাকায় পেটভরে মানুষ খেতে পারে বলে মনে করেন বলিউড পরিচালক। তিনি এর আগেও মেয়েকে নিয়ে কলকাতায় এসে কচুরি, চা ব্রেকফাস্ট করেছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রচার সারলেন পরিচালক। আগামী বছর ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি। 

আরও পড়ুন

Advertisement