ইউটিউবার কিরণ দত্তকে চেনেন না এমন মানুষ খুবই কম। খুব অল্প বয়সের মধ্যেই কিরণ জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছেন। এবার সেই কিরণের মাথায় উঠল নতুন পালক, যা নিজেও তিনি ভাবতে পারেননি। ফোর্বসের তালিকায় সেরা ১০-এ রইলেন এই বাঙালি। বাংলার ডিজিট্যাল স্টারের এই বিশ্বজয়ে গর্বিত সবাই। বং গাই নিজেই এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গে পুরনো স্মৃতিতে ডুব দিলেন বাংলার এই ইউটিউবার।
ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন কিরণ। আর এই খবরে তিনি নিজেও খুব অবাক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন 'বং গাই'। তিনি লিখেছেন, 'জীবনে ভাবিনি ফোর্বস-এ নিজের নাম দেখতে পাব। তাও আবার সেরা দশের মধ্যে। এ তো অসম্ভব বলেই মনে হচ্ছে।' প্রসঙ্গত, একাধিক সময়ে বারে বারেই বিতর্কে জড়িয়েছিলেন 'বং গাই'। প্রথম থেকেই রোস্টিং ভিডিও করেই ভাইরাল হয়েছেন তিনি। তবে সবকিছুর মাঝে আরজি কর-কাণ্ডের তীব্র প্রতিবাদ করতেও দেখা গিয়েছে তাঁকে।
এরপর কিরণ নিজের এক পুরনো স্মৃতির কথাও জানিয়েছেন। কিরণ লিখেছেন, 'আজ আমার একজন শিক্ষকের কথা খুব মনে পড়ছে যিনি বলেছিলেন, 'আমি কিছু পারব না।' আর আমি এতটাই অপমানিত হয়েছিলাম যে বাড়ি এসে একটা খাতায় ১০০ বার লিখেছিলাম, 'আমি পারব' আর কেঁদেছিলাম। কারণ স্যার মেয়েদের সামনে আমায় অপমান করেছিলেন। কেন আজ হঠাৎ এই কথাটা মনে পড়ল জানি না। তবে ভিতর থেকে একটা বাচ্চা চিৎকার করে প্রশ্ন করছে.. 'কী পারলাম তো'? কিরণ আরও লিখেছেন, 'তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাই। দেখো..আমার মতো সাধারণ একজনের স্বপ্নপূরণ হতে পারলে, তোমাদেরও হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।'
ইউটিউবে ভিডিও করার পাশাপাশি কিরণ ইতিমধ্যে অভিনয়েও হাত পাকিয়েছেন। কলকাতা চলন্তিকাতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে কিরণের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। পেশাগতভাবে কিরণ ইঞ্জিনিয়ারিং করেছেন। একসময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েই তিনি শুরু করেন ইউটিউবে কনটেন্ট তৈরি করা। দীর্ঘদিন ধরে এই কাজে তিলে তিলে নিজের জায়গা গড়ে তুলেছেন 'বং গাই'। তবে কিরণ দত্ত কোনওদিন ফ্যামিলি ব্লগ বানাতে ইচ্ছুক নন। কারণ তিনি কখনই তাঁর ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতে চান না। তাঁর লজ্জা লাগে বলেই জানিয়েছেন সম্প্রতি।