অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছবির ক্লিপিংস প্রকাশ করেছেন টোটা রায়চৌধুরী। আর অভিনেতার এই কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ পরিচালক রাজা চন্দ। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন পরিচালক। শুক্রবার তিনি ছবির দুই প্রযোজককে সঙ্গে নিয়ে জানান তাঁর বড় সিদ্ধান্তের কথা। প্রসঙ্গত, এদিন টোটা সোশ্যাল মিডিয়া পেজে একটি নতুন ছবির ক্লিপিংস প্রকাশ করেন। সেখানে তাঁর অ্যাকশন দৃশ্য দেখে প্রশংসিত অভিনেতা। কিন্তু এই বিষয়টি মোটেও ভাল নজরে দেখেননি পরিচালক রাজা চন্দ। কারণ পরিচালকের দাবি, তাঁকে বা প্রযোজকদের কিছু না জানিয়েই টোটা এই কাণ্ড ঘটিয়েছেন।
শুক্রবার টোটা তাঁর সোস্যাল মিডিয়া পেজে তাঁর নতুন ছবির অ্যাকশন দৃশ্যের একটি ক্লিপিংস শেয়ার করেন। ক্যাপশনে টোটা লেখেন, যখন নাগরিকদের সাহায্যের প্রয়োজন হয় তখন তাঁরা পুলিশের দ্বারস্থ হন। যখন পুলিশদের সাহায্যের প্রয়োজন হয় তখন তাঁরা রণদীপ রায়ের দ্বারস্থ হন। হাড় ভেঙে হোক, প্রোটোকল ভেঙে হোক বা আইন ভেঙে হোক; ন্যায়বিচার সে করবেই। শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমার পরবর্তী ছবি, #POLICE-এর এক ঝলক আপনাদের নিবেদন করলাম। এই পোস্ট সামনে আসার পরই নড়েচড়ে বসেন পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সরব হন পরিচালক রাজা চন্দ। দুই প্রযোজক ঝুমা ও ময়ূখকে পাশে নিয়ে ভিডিও বার্তায় তিনি জানান, এই দৃশ্যগুলি তাঁর পরিচালিত নতুন ছবির। যার নাম ‘শপথ ২’। রাজা চন্দ অভিযোগ করেন যে টোটার অনুরোধেই এই ভিডিওটি তৈরি করা হয়েছিল। আলাদা করে এর পিছনে পরিশ্রম দেওয়া হয়েছে। টোটা বলেছিলেন ভিডিওটি তিনি করণ জোহরকে দেখাবেন। কিন্তু শুক্রবার সকালে পরিচালক-প্রযোজকদের কোনও অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ভিডিও ক্লিপিংস।
এই ছবির নাম নিয়েও বেশ সন্দেহ রয়েছে। উল্লেখ্য, এই ছবির ‘ওয়ার্কিং টাইটেল’ ছিল ‘শপথ ২’। কিন্তু শুক্রবার টোটা তাঁর পোস্টে জানিয়েছেন ছবির নাম বদলে ‘পুলিশ’ রাখা হয়েছে। রাজা এও জানিয়েছেন যে এই ভিডিওটি তৈরি করতে প্রযোজনা সংস্থার নাকি ১ লক্ষ টাকা খরচ হয়েছে। আসলে টলিউডে প্রিভিউ কপি তৈরি হলেও তার উদ্দেশ্য থাকে ব্যবসায়িক বা প্রচারের কারণে। এভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নয়। আর টোটার শেয়ার করা ক্লিপিংসে নির্মাতাদের কারোরই নাম নেই। এখানেই শেষ নয়, রাজা ফেসবুকে একেবারে আলাদা পোস্ট করে এই নিয়ে করণ জোহরকে নালিশও করেছেন। কারণ করণ টোটার ওই ক্লিপিংস তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেন। গত বছর করণের রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে টোটা অভিনয় করেছিলেন, সেই সূত্রেই করণের সঙ্গে টোটার ভাল সম্পর্ক।
যদিও পরিচালক টোটার সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা প্রথমে ওই ভিডিও ডিলিট করবেন না বলে জানিয়েছিলেন। পরে অবশ্য তিনি ভিডিওটি সরিয়ে দেন। পরিচালক জানান, টোটার জন্য একাধিকবার শুটিং শিডিউল পালটাতে হয়েছিল। অভিনেতাকে তিনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতেন। কিন্তু এর আগেও না বলে ছবির ‘ডান্স ক্লিপ’ সোশাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিলেন নায়ক। তবে পরিচালক এও জাান যে এই ছবির নাম আর শপথ ২ রাখা হবে না। নতুন নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।