একরাত জেলে কাটিয়ে শনিবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা অল্লু অর্জুন। বাড়ি ফিরে তিনি সাংবাদিক বৈঠক করেন। জুবিলি হিলসের বাড়ি থেকে অভিনেতা নিজের অবস্থান স্পষ্ট করেন। পাশে থাকার জন্য অভিনেতা তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'এই সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন আমি তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা এবং স্নেহ আমার কাছে পৃথিবী মানে।'
তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানিয়েছেন অর্জুন। বলেছেন, 'আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সর্বদা আইনি ব্যবস্থাকে সম্মান করব। আমার ন্যায়বিচারের প্রতি পূর্ণ আস্থা আছে।' সন্ধ্যা থিয়েটারে দুর্ঘটনায় মৃত রেবতীর পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন অল্লু। এই ক্ষতিকে অপূরণীয় বলে অভিহিত করেছেন। তিনি যোগ করেন, 'আমি তাঁর পরিবারের পাশে দাঁড়াব এবং এই কঠিন সময়ে যে কোনও সহায়তা করব।'
দুটনাটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা স্পষ্ট করেছেন যে এটি অনিচ্ছাকৃত ছিল। অল্লু বলেন,'যখন আমি সিনেমা হলে গিয়েছিলাম, একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। এটি ইচ্ছাকৃত ছিল না। গত ২০ বছর ধরে আমি সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছি। এটি সবসময় একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল, কিন্তু এবার একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কারো উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমি ভাল আছি।'
শুক্রবার হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও জেল থেকে ছাড়া পাননি অল্লু অর্জুন। শনিবার জেলের পিছনের গেট দিয়ে বের হন তিনি। শুক্রবার সন্ধ্যায় জামিন পেলেও তাঁকে রাতটা জেলেই কাটাতে হয়েছে। শুক্রবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। পরে, তেলঙগানা হাইকোর্ট তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। রিপোর্ট অনুযায়ী, জামিনের কাগজপত্র আপলোড করতে দেরি হওয়ার কারণেই তিনি শুক্রবার রাত জেলে কাটাতে বাধ্য হন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্দ্য থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হাজার হাজার ভক্ত অল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান। সেখানেই ভিড়ে পদপিষ্ট হয়ে এক ৩৫ বছরের মহিলার মৃত্যু হয়। তাঁর ৮ বছরের ছেলে গুরুতর আহত হয়। অল্লু অর্জুনের ওপর আইনি পদক্ষেপের কারণ কী? ঘটনার পর মহিলার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ পুলিশ অল্লু অর্জুন, তাঁর সিকিউরিটি টিম এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র বিভিন্ন ধারায় মামলা রুজু করে।