টলিপাড়ার ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন যিশু সেনগুপ্ত। যদিও বাংলা ইন্ডাস্ট্রি তাঁর কদর বুঝেছে অনেক পরে। টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে যিশুর অভিনয় বিস্তার পেয়েছে বলিউড ও দক্ষিণী ছবির ক্ষেত্রেও। তবে এত সফলতা পাওয়ার পরও অভিনেতার ব্যক্তিগত জীবন জুড়ে চলছে টালমাটাল অবস্থা। স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বেশ কিছু মাস হল আলাদাই থাকছেন যিশু। নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এই সম্পর্কে কিছু আভাস পাওয়া গেলেও যিশু একেবারে নীরব দর্শক। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে কাজ সংক্রান্ত পোস্ট ছাড়া আর কিছুই দেখা যায় না।
এখন অভিনেতা ব্যস্ত তাঁর আগামী ছবি খাদান নিয়ে। তবে বছর শেষ হওয়ার আগে অভিনেতা ধরা দিলেন চেনা মেজাজে। সেলেব ফটোগ্রাফার তথাগত ঘোষের সাদা-কালো ছবিতে। একেবারে অন্য যিশু যেন। সাদা শার্ট পরনে, গালে হালকা দাড়ি, চোখ কিছু বলছে তবে তা বোঝার উপায় নেই, জলের উপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে, যিশু শুয়ে রয়েছেন বালির ওপর, এক হাত কপালে। এই ছবি পোস্ট হতেই টলিপাড়ায় হইচই। এই ছবির ক্যাপশন, যিনি স্বপ্ন দেখতে জানেন। আপাতত নিজের কেরিয়ারেই ফোকাস করছেন যিশু।
রূপোলি পর্দার তারকাদের জীবনে ঘটে চলে নানাবিধ ঘটনা। যিশুও ব্যতিক্রম নন। প্রথমে শোনা গিয়েছিল অভিনেতার আপ্ত-সহায়কের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু যিশুর ঘনিষ্ঠমহলের দাবি এমন কিছুই ঘটেনি। মহিলা আপ্ত সহায়কের সঙ্গে প্রেম নেই তাঁর। তাঁর সন্তানের বাবাও হচ্ছেন না। আপ্ত সহায়কের প্রেমিক আছেন। অভিনেতা তাঁকে চেনেন। কিন্তু এত কিছু রটার পরও যিশু কেন মুখ খুলছেন না? অনেকেই বলছেন, যিশু তাঁর দুই সন্তান জারা ও সারার জন্যই নীরব। ডিভোর্স, সেপারেশন এইসব নিয়ে তির্যক মন্তব্য যাতে তাদের গায়ে না আসে, সেই জন্যই মুখে কুলুপ এঁটেছেন তিনি।
স্ত্রী নীলাঞ্জনা তাঁর দুই মেয়েকে নিয়ে থাকছেন নতুন বাড়িতে। আর যিশু ফিরে গিয়েছেন তাঁর পুরনো আস্তানায়। দিদির সঙ্গে আবার আগের মতো জীবন কাটছে তাঁর। তিনি নাকি কোনও আইনি পথে হেঁটে বিচ্ছেদ আনবেন না। এখন যিশু তাঁর আগামী ছবি খাদান-এর প্রচার নিয়ে ভীষণভাবে ব্যস্ত। মুম্বইয়ে শাকিব খানের সঙ্গে শ্যুটিং চলছে তাঁর। এখন পুরো মনোযোগ তাঁর কাজের দিকে। নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন অভিনেতা। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মামলাও চলছে বলে এক সংবাদমাধ্যমের দাবি। যদিও যিশু তাঁর ব্যক্তিগত জীবনকে কোনওদিন সোশ্যাল মিডিয়াতে বা প্রকাশ্যে আনতে রাজি নন।