কিছুদিন আগেই ইন্টারনেট কাঁপিয়েছিলেন টেলি দুনিয়ার খলনায়িকা নন্দিনী চট্টোপাধ্যায়। তাঁর বিকিনি লুকস ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। জল থই থই ভালোবাসা সিরিয়ালে তুঁতের শাশুড়ির এই অবতার দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সেই সময় নন্দিনী জানিয়েছিলেন তিনি নিয়মিত শরীরচর্চা করেন আর সেই কারণেই তিনি এথ পারফেক্ট ফিগার ধরে রাখতে পেরেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় নন্দিনী শেয়ার করলেন তাঁর শরীরচর্চার ছোট ভিডিও।
ভিডিওতে নন্দিনীকে দেখা গেল জিমের পোশাকে। জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, জিমে আর্মস, চেস্ট ডে উপভোগ করছি। অর্থাৎ হাত ও বুকের মেদ কমানোর দিন জিমে। প্রসঙ্গত, টানা শ্যুটিংয়ের মাঝেও নন্দিনী নিজেকে ফিট রাখেন শরীরচর্চার মাধ্যমে। ৫০-এর কোঠায় বয়স হলেও তাঁর বয়স কেউ বুঝতে পারবেন না। নিজেকে এতটাই ফিট রেখেছেন নন্দিনী। ধারাবাহিকে 'দজ্জাল' শাশুড়ির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তিনি নেট দুনিয়ায় সেভাবেই পরিচিত।
অভিনয়ের পাশাপাশি নন্দিনী সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে অ্যাক্টিভ থাকেন। প্রায়ই নিজের ছবি-ভিডিও পোস্ট করে থাকেন তিনি। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। তবে নেগেটিভ চরিত্রে অভিনয় করেই নন্দিনী বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর বিকিনি পরা ছবি দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। তেমনই ধেয়ে এসেছে সমালোচনাও।
কিছুদিন আগেই নন্দিনী তাঁর বিকিনি পরা ছবি-ভিডিও পোস্ট করেছিলেন। গোয়াতে ছুটি কাটাতে গিয়ে নন্দিনী বিকিনি পরে ছবি তোলেন এবং তা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। এই ছবি-ভিডিও পোস্ট করতেই যেমন প্রশংসা মিলেছে তেমনি জুটেছে একাধিক কটাক্ষ। কেউ বয়স নিয়ে ট্রোল করেছেন আবার কেউ বা নোংরা মন্তব্য করতেও ছাড়েননি। তবে এইসব বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ অভিনেত্রী। তিনি সেই সময় জানিয়েছিলেন যে গোয়ায় ঘুরতে গিয়ে বিকিনি পরা ও ছবি পোস্ট করা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু এটা যে চর্চার বিষয় হবে সেটা বুঝতে পারেননি। নন্দিনী খুব স্পষ্টভাবে জানান যে তিনি কাউকে ইমপ্রেস করার জন্য বিকিনি পরেননি। তাঁর ভালো লাগে তাই পরেছেন। সবমিলিয়ে ট্রোলদের যে বিন্দুমাত্র পাত্তা দেন না, তা স্পষ্ট করে দিয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়। তিনি ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন, নিজের জীবন নিজের শর্তেই বাঁচেন তিনি।
কখনও গোলাপি রঙের শর্ট পোশাকে, কখনও বা কালো বিকিনিতে, নন্দিনী বরাবরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে ওস্তাদ। দজ্জাল শাশুড়ির এহেনও রূপ দেখে হাঁ হয়ে গিয়েছিল গোটা নেট দুনিয়া। পর্দায় যতই তাঁকে শাড়ি পরে দেখা যাক না কেন বিকিনিতে নন্দিনী টলিউড তারকাদেরও হার মানিয়েছিলেন। অভিনেত্রী এই বোল্ড লুক দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সবাই।