scorecardresearch
 

KIFF 2022: 'অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত', চলচ্চিত্র উৎসবের মঞ্চে বললেন মমতা

আরও একবার নিজেকে কলকাতার জামাইবাবু বলে মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন,'তিন বছর আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়-অমিতাভ বচ্চন। মমতা বন্দ্যোপাধ্যায়-অমিতাভ বচ্চন।
হাইলাইটস
  • অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার।
  • তাঁকে দেশের আইকন বলে সম্বোধন।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, অমিতাভ বচ্চন দেশের আইকন। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।

মমতা এ দিন বলেন,'যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি। আমি মনে করি, তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। এমন আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এসেছেন।'    

শাহরুখকে ভাই বলে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন,'আমার ভাই শাহরুখকে অভিনন্দন। শাহরুখ আমার নিজের ভাই। আপনারা অনেকেই জানেন না, ওঁ বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শাহরুখ, অমিতাভ ছাড়া চলচ্চিত্র উৎসব সাফল্য পেতে পারে না।' তাঁর সংযোজন,'মনে রাখবেন বাংলা সবসময় লড়াই করে। বাংলা লড়াই করে একতার জন্য। এ লড়াই আমাদের থাকবে।'

এ দিন আরও একবার নিজেকে কলকাতার জামাইবাবু বলে মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন,'তিন বছর আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে। মমতাদি আপনাকে ধন্যবাদ, আবার আমাকে নেমন্তন্ন করলেন। কলকাতা আমার বাড়ির মতো।  আপনাদের জামাইবাবু জীবনভর আপনাদের জামাই থাকবে।' 

আরও পড়ুন- সোশ্যালে পাঠান বয়কটের ডাক, KIFF-র মঞ্চে কৌশলী জবাব শাহরুখের!  

Advertisement