scorecardresearch
 

OTT Release This Weekend: রোম্যান্স থেকে ভৌতিক, উইকেন্ডে OTT-তে ধামাকা, রইল ৫ সিরিজ-সিনেমার তালিকা

OTT Release This Weekend: ওটিটি প্ল্যাটফর্মে সপ্তাহান্তে বেশ কিছু ভাল ভাল ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পেয়েছে। জিও সিনেমাতেও দারুণ দারুণ কনটেন্ট এসেছে। তাই সপ্তাহের শেষে ২ দিনের ছুটিতে কী কী ওয়েব কনটেন্ট ও সিনেমা দেখবে রইল তারই কিছু তালিকা।

Advertisement
ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কিছু সিরিজ-সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কিছু সিরিজ-সিনেমা
হাইলাইটস
  • ওটিটি প্ল্যাটফর্মে সপ্তাহান্তে বেশ কিছু ভাল ভাল ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পেয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মে সপ্তাহান্তে বেশ কিছু ভাল ভাল ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পেয়েছে। জিও সিনেমাতেও দারুণ দারুণ কনটেন্ট এসেছে। তাই সপ্তাহের শেষে ২ দিনের ছুটিতে কী কী ওয়েব কনটেন্ট ও সিনেমা দেখবে রইল তারই কিছু তালিকা। 

সিস্টারহুড
অ্যামাজন মিনি টিভিতে দেখতে পারেন সিস্টারহুড সিরিজটি। নয়না শ্যাম পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন ভাগ্যশ্রী মাধব লিমায়ে, অবনীশ বীজ, নিত্যা মাথুর ও নিধি ভানুশালি। এই সিরিজে চারজন স্কুলের বন্ধুর কৈশোরের বিভিন্ন সমস্যাকে তুলে ধরা হয়েছে। ১৩ জুন মুক্তি পেয়েছে তাই না দেখে থাকলে ছোট্ট এই সিরিজটি দেখে নিতেই পারেন। 

দো অউর দো প্যায়ার
বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও ইলিয়ানা ডিক্রুজের সিনেমা দো অউর দো প্যায়ার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ১৪ জুন। যদিও এটা কিছু মাস আগেই সিনেমা হলেও মুক্তি পেয়েছে তবে সেখানে যদি না দেখেন তাহলে বাড়িতে বসে পপকর্ন নিয়ে এই সিরিজটি দেখতেই পারেন।  

আরও পড়ুন

লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ
জি ফাইভে মুক্তি পেয়েছে অবনীত কৌর, সানি সিং, অন্নু কাপুর ও সুপ্রিয়া পাঠকের এই সিনেমা। এটি নিছকই একটি প্রেম কাহিনি। লভ ও ইশিকার মা-বাবার মধ্যে শুরু হওয়া প্রেম নিয়েই এগোবে এই গল্প।  

গাঁট
১০ জুন জিও সিনেমায় মুক্তি পেয়েছে গাঁট। অফিসার গদর সিংয়ের গল্প অবলম্বনে এই ওয়েব সিরিজ গাঁট। দিল্লিতে হওয়া একটি মামলা কীভাবে সমাধান করেন, যেখানে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটে। না দেখে থাকলে দেখে ফেলুন। 

যক্ষিণী
বাহুবলী ১ এবং বাহুবলী ২ প্রোডাকশন ব্যানারের আরকা মিডিয়া ওয়ার্কস দ্বারা নির্মিত এবং প্রযোজনা 'যক্ষিণী' সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এটা হরর সিরিজ। এই সিরিজটি বেশ চর্চিত। ১৪ জুন এটি ওটিটি-তে মুক্তি পেয়েছে। 'যক্ষিণী' তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড়, মারাঠি, হিন্দি এবং বাংলা ভাষায় OTT প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। যক্ষিণীর গল্প লোককাহিনী এবং আধুনিক রোমান্সের মিশ্রণ। 
 
  

Advertisement


 

TAGS:
Advertisement