অবশেষে দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গতকাল ছিল ছবির প্রিমিয়ার। আল্লু অর্জুনের সিনেমা ভক্তদের উন্মাদনা অবাক করার মতো। গতকাল রাতে হায়দরাবাদের 'সন্ধ্যা' থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। পদপিষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাঁর সন্তান। আহত বহু মানুষ। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অল্লু অর্জুন এলে থিয়েটারের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ।
কেমন হল 'পুষ্পা ২: দ্য রুল'?
'পুষ্পা ২: দ্য রুল' ছবিটিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। বক্স অফিস খুলতেই লক্ষ্মীলাভ। এক্স হ্যান্ডেলে এক দর্শক জানিয়েছেন, পুষ্পা ২-এর প্রথম ভাগে টানটান উত্তেজনা, সকলেরই মন জয় করেছে। "#পুষ্পা ২-এর প্রথম ভাগ বিনোদনে ভরপুর। তবে বিশেষ জমেনি দ্বিতীয় ভাগ। তবে অল্লু অর্জুনের অভিনয়ের জন্য ছবিটি দেখার মতো।"
Fantastic 1st half, Actor ALLUARJUN on duty at his best yet again..!! so far movie engages on elevating pushpa characterization. Peak interval bang 🥵🔥 #Pushpa2
— Peter Reviews (@urstrulyPeter) December 4, 2024
আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, "#পুষ্পা ২ চলচ্চিত্রটি প্রথম অংশের একটি যোগ্য সিক্যুয়েল। অ্যাকশন, নাটক, আবেগ সবকিছুতে ভরা।"
শুধু অল্লুই নন, প্রশংসা কুড়িয়েছেন, ছবির খলনায়ক ফাহাদ ফাসিলও। দর্শকদের উত্তেজনা ধরে রেখেছেন তিনি। এক দর্শক এক্স হ্যান্ডেলে লেখেন, "#Pushpa2TheRule-এ ভানওয়ার সিং শেখাওয়াত IPS-এর ভূমিকায় #FahadhFasil! অতুলনীয় স্ক্রীন প্রেজেন্স। #Fafa-র এন্ট্রিতে হলজুড়ে উন্মাদনা দেখা গেছে।"
আরও এক দর্শক এক্সে লিখেছেন, "আরেকটি প্লাস হল হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স, যা নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। উপরন্তু, সংলাপগুলি, অনেকটা প্রথম অংশের মতো, সুগঠিত ছবির প্রভাবকে আরও বাড়িয়ে তোলে।"
Fantastic 1st half, Actor ALLUARJUN on duty at his best yet again..!! so far movie engages on elevating pushpa characterization. Peak interval bang 🥵🔥 #Pushpa2
— Peter Reviews (@urstrulyPeter) December 4, 2024
প্রায় ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত "পুষ্পা ২" ভারতের ব্যয়বহুল ছবির তালিকায় স্থান পেয়েছে।
'পুষ্পা ২'-তে রশ্মিকা ও অল্লু অর্জুনের রোমান্টিক দৃশ্য, দু'জনের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বনের দৃশ্যে দর্শকেরা জুটির রসায়নকে অত্যন্ত পছন্দ করেছেন। অ্যাকশন, প্রেমে ভরপুর রশ্মিকা ও অল্লু অর্জুনের এই ছবিটি।