অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২' ছবির প্রচারে পদপৃষ্টের মতো ঘটনা! বুধবার হায়দ্রাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে প্রচার সারছিলেন নায়ক। তাঁকে দেখতে ভিড় জমান ভক্তরা। হুড়োহুড়িতে জখম হলেন বহু মানুষ। ঘটনাস্থল থেকে ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের। সেই মতো প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাঁকে দেখতে ছুটে যান তাঁরা। শুরু হয় হাঙ্গামা। পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত।
#WATCH | Telangana: Actor Allu Arjun arrives at Sandhya theatre in Hyderabad for the premiere show of his film 'Pushpa 2: The Rule'. pic.twitter.com/Pkzra7Y1ja
— ANI (@ANI) December 4, 2024
প্রসঙ্গত, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে।
#WATCH | Telangana: Fans of actor Allu Arjun thronged the Sandhya theatre in Hyderabad ahead of the premiere show of his film 'Pushpa 2: The Rule' tonight. Police resorted to mild lathicharge to control the crowd. pic.twitter.com/jhRvfB7D3m
— ANI (@ANI) December 4, 2024
বিতর্কে পুষ্পা ২
অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২ ' ইতিমধ্যেই জড়়িয়েছে বিতর্কে। ছবি প্রদর্শনের সময় নিয়ে উঠেছে আপত্তি। প্রেক্ষাগৃহে ভোর ৩টেয় 'পুষ্পা ২'-এর শো দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে কন্নড় ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, আইন অনুযায়ী সকাল ৬টার আগে কোনও ছবি প্রেক্ষাগৃহে দেখানো যাবে না। তা সত্ত্বেও 'পুষ্পা ২'-এর শো দেওয়া হয়েছে ভোর ৩টেয়।
এছাড়া ছবিটির টিকিটের মূল্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সিনেমার টিকিটের দাম ৫০০, ১০০০ এবং ১৫০০ টাকা। উল্লেখ্য, 'পুষ্পা ২'-এর টিকিটের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকার। সেজন্য অন্ধ্রপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন অল্লু। আগামী ৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে 'পুষ্পা ২'।
দীর্ঘদিন শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, এছাড়াও প্রায় গোটা দেশেই ঝোড়ো ব্যাটিং করেছে এই ছবি। এমনকি পশ্চিমবঙ্গেও চুটিয়ে ব্যবসা করে, সুপার-ডুপার হিট 'পুষ্পা'। ছবির গানগুলিও হিট। আর সেই ট্রেন্ডিং গানে গা ভাসিয়েছিলেন আট থেকে আশি, টলি থেকে বলি তারকা ও নেটিজেনরা। এক কথায় বলা যায়, 'পুষ্পা' জ্বরে কাবু ছিল নেটপাড়া।