স্টারকিড বলে কথা! আর তার জন্মদিনে এলাহি ব্যবস্থা হবে না সেটা তো হতেই পারে না। গত বছর ৩০ নভেম্বর রাজ-শুভশ্রীর কোলে এসেছিল কন্যা ইয়ালিনি। আর তার জন্মদিন উপলক্ষ্যে রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজোর। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। ইয়ালিনির জন্মদিন উদযাপন হল একেবারে পুজো-অর্চনার মধ্যে দিয়েই।
এ কথা সকলেই জানেন যে রাজ চক্রবর্তী জগন্নাথ দেবের পরম ভক্ত। যে কোনও শুভকাজ রাজ শুরু করেন পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। রাজ-শুভশ্রীর বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে তো বটেই এমনি সময়েও নিষ্ঠাভরে পুজো করা হয় তাঁদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনও শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়। আগেই পরিচালক এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে ইসকন থেকে সাধুরা আসবেন এবং তাঁদের হতেই হবে কুলদেবতার পুষ্প অভিষেক। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হবে ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করবেন। রাজের কথানুযায়ী সেইরকমই ব্যবস্থা করা হয়।
এদিন রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, গোলাপি শাড়িতে শুভশ্রী মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়েই জগন্নাথ দেবের পুষ্পাভিষেক করছেন। মেয়েও মায়ের সঙ্গে ম্যাচিং করে গোলাপি ড্রেস পরেছেন। রাজ-শুভশ্রীর বাড়িতে আমন্ত্রিত অতিথিদেরও পুষ্পাভিষেক করতে দেখা যায়। ছোট্ট ইউভানও সকলের দেখাদেখি সেও জগন্নাথ দেবের পুষ্পাভিষেক করে। এরপরই শুরু হয় হরে কৃষ্ণ গান। আর ইয়ালিনিকে কোল থেকে নামিয়ে শুভশ্রীও সেই গানের তালে নাচতে শুরু করেন। সব মিলিয়ে শনিবারের সন্ধ্যেটা একেবারে অন্যরকম ছিল রাজ-শুভশ্রীর বাড়িতে।
মেয়ে শুভশ্রীর জন্য আনা হয়েছে গোলাপি রঙের কেক, যার ওপরে রয়েছে ছোট্ট খরগোস। ইয়ালিনি সাদা রঙের জামা পরে সেই কেকের সামনে বসে। সঙ্গে রয়েছে ইউভানও। প্রসঙ্গত, দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রীর ভরা সংসার। কাজের ব্যস্ততার ফাঁকে তাঁরা সন্তানদের সময় দিতে একেবারেই ভোলেন না। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের ছোট্টকন্যা ইয়ালিনী দেখতে দেখতে পা দিল এক বছরে। যদিও জন্মের পর মেয়েকে সামনে নিয়ে আসেননি তাঁরা। পরে ইউভানের ৪ বছরের জন্মদিনে ছোট্ট ইয়ালিনিকে সকলের সামনে নিয়ে আসেন রাজ-শুভশ্রী।
ইয়ালিনির জন্মদিনে আমিষ ভোজ নয়, বরং নিরামিষ খাবার খাওয়ানো হয়েছে অতিথিদের। আর এই যাবতীয় ব্যবস্থা করেছেন শুভশ্রী। শাশুড়িতে সঙ্গে নিয়ে সবটাই নিজের হাতে সেরেছেন নায়িকা। রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। ঈশ্বরে বিশ্বাসী তারকাদম্পতির বাড়িতে রথযাত্রা, জন্মাষ্টমী, রাসের পুজো থেকে লক্ষ্মীপুজো সবই হয় একেবারে নিয়ম মেনে। মেয়ের প্রথম জন্মদিনেও তাই বাড়িতে পুজোর মহাআয়োজন করেন রাজ-শুভশ্রী।