ভারতীয় শিল্প আঙিনায় নক্ষত্রপতন হয়েছে। চলে গেলেন রতন টাটা। ভারতীয় শিল্প-বাণিজ্যে এক মহীরূহ ছিলেন তিনি। রতন টাটা এক অনুপ্রেরণা। তাঁর প্রয়াণে এক যুগের অবসান হল। রতন টাটার দীর্ঘ জীবনের নানা কাহিনিই আলোচিত হচ্ছে। যার মধ্যে তাঁর প্রেমকাহিনিও সর্বজনবিদিত। অনেক বারই প্রেমে পড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেননি এই শিল্পপতি। সেই নিয়ে অকপটে মুখও খুলেছিলেন দেশের এই আইকন। রতন টাটার প্রেমে পড়েছিলেন বলিউডের এক অভিনেত্রীও। তাঁর সঙ্গে ডেটও করেন। রতনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন সেই অভিনেত্রী।
তিনি সিমি গারেওয়াল। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নিজে মুখেই জানিয়েছিলেন যে, তিনি রতন টাটার সঙ্গে ডেট করতেন। তবে সেই সম্পর্ক টেকেনি। যদিও পরে তাঁরা বন্ধুত্ব রেখেছিলেন। রতন টাটার প্রয়াণে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন সিমি। লিখেছেন, 'ওরা বলছে, তুমি চলে গিয়েছো...এই ক্ষতি পূরণ করা খুব কষ্টকর...খুব কঠিন...বিদায় আমার বন্ধু...'।
সিমির জনপ্রিয় শো 'রঁদেভু উইথ সিমি গারেওয়াল'-এ অতিথি হয়ে গিয়েছিলেন রতন। সেখানে প্রেম-বিয়ে নিয়ে অকপটে নানা কথা বলেছিলেন তিনি। টাটা বলেছিলেন, তিনি ৪ বার প্রেমে পড়েছিলেন। বিয়ে করার কথাও ভেবেছিলেন। কিন্তু ভয়ে বা কোনও কারণে পিছু হছেন। একাকিত্বে ভোগার কথাও বলেছিলেন তিনি। বলেছিলেন, 'অনেক সময়ই একা লাগে। স্ত্রী, পরিবার না থাকায় ফাঁকা লাগত...।'
বিয়ের পিঁড়িতে বসেননি রতন। ২০১১ সালে একবার এই প্রসঙ্গে বলেছিলেন, 'চার বার বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে প্রতিবারই হয় ভয়ে বা কোনও কারণে পিছু হঠেছি।'
মুম্বইয়ে ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন রতন। তারপরে সিমলায় বিশপ কটন স্কুল এবং নিউইয়র্ক সিটিতে রিভারডেল কান্ট্রি স্কুলে পড়াশোনা করেন। ১৯৫৫ সালে স্নাতক পাশ করেন তিনি। পরে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে ডিগ্রি লাভ করেন। সাতের দশকে টাটা গোষ্ঠীতে পরিচালন বিভাগে দায়িত্বলাভ করেন রতন। ১৯৯১ সালে চেয়ারম্যান হন। ২০১২ সাল পর্যন্ত পরিচালনার দায়িত্বভার সামলেছেন তিনি। ২০০০ সালে রতন টাটাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ২০০৮ সালে পান পদ্মবিভূষণ সম্মান।