scorecardresearch
 

Anirban Chakraborty On Kanchan: 'সোনা তোমার বারবার ভুল হয় কেন এত', আরজি কর কাণ্ডে MLA কাঞ্চনকে তোপ একেনবাবুর?

Anirban Chakraborty On Kanchan: আরজি কর-কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় গোটা বাংলা সহ দেশ। দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছেন সকলে। ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে নেমেছেন। আর কর্মবিরতিতে থাকা সেই সব চিকিৎসকদের বেতন-বোনাস নিয়ে মন্তব্য করে বিপাকে কাঞ্চন মল্লিক।

Advertisement
অনির্বাণ-কাঞ্চন অনির্বাণ-কাঞ্চন
হাইলাইটস
  • আরজি কর-কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় গোটা বাংলা সহ দেশ।

আরজি কর-কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় গোটা বাংলা সহ দেশ। দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছেন সকলে। ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে নেমেছেন। আর কর্মবিরতিতে থাকা সেই সব চিকিৎসকদের বেতন-বোনাস নিয়ে মন্তব্য করে বিপাকে কাঞ্চন মল্লিক। সোমবার উত্তরপাড়ার বিধায়ক-অভিনেতাকে নিয়েই চলেছে দিনভর চর্চা। কাঞ্চনের সমালোচনায় তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও। সুদীপ্তা-ঋত্বিকদের পর এবার কাঞ্চনের মন্তব্য নিয়ে নিন্দা করলেন পর্দার একেনবাবু তথা অনিবার্ণ চক্রবর্তী। 

সোমবার কাঞ্চন তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও তাতে বরফ একটুও গলেনি। বরং অনেকেই এই ক্ষমা চাওয়ার মধ্যে রাজনীতি রয়েছে বলে মনে করছেন। এবার নাম না করে কাঞ্চনকে বিঁধলেন অণিবার্ণ। তিনি লেখেন, সোনা, তোমার বারবার ভুল হয় কেন এত? ভুল করো আর ক্ষমা চাও...একগাদা বিশ্বাস করুন বলতে হয় বাক্যের মাঝে। শুনতেও তো বাজে লাগে। অনিবার্ণের এই পোস্টতে অনেকেই তাঁকে সমর্থন করেছেন। আরজি কর-কাণ্ড নিয়ে পথে নামতে দেখা গিয়েছে অনির্বাণকেও। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে আরজি করের প্রতিবাদ নিয়ে একাধিক পোস্ট। 

রবিবার কোন্ননগরের ধর্না মঞ্চ থেকে উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক আরজি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের নিয়ে কথা বলতে গিয়ে বলেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো। এই মন্তব্যের পর কাঞ্চন বিভিন্ন মহলে সমালোচিত হন। সবচেয়ে বেশি নিন্দিত হন তাঁর সহ অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকে। সোমবারই কাঞ্চন তাঁর ভিডিও বার্তায় বলেন, আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি না। বিশ্বাস করুন অন্তরের অন্তঃস্থল থেকে বলছি”, নিজের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বলেন কাঞ্চন মল্লিক। যদিও যা হওয়ার হয়ে গিয়েছে। 

আরও পড়ুন

Advertisement

ইতিমধ্যেই কাঞ্চনের এই বিতর্কিত মন্তব্যের কারণে রীতিমতো অপমানিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন ও অভিনেতা-পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। দুজনেই রাজ্য সরকারের থেকে পাওয়া পুরস্কার ফেরত দিতে চাইছেন। এই মর্মে তাঁরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের কাছেও চিঠি লিখে জানিয়েছেন। তবে চন্দন ও বিপ্লবই নন, কাঞ্চনের কথায় অপমানিত হয়ে রাজ্য সরকারের পুরস্কার ফেরত দিতে চাইছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও।

Advertisement