সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রিয় তারকাদের সব খবরই পৌঁছে যায় তাঁদের ভক্তদের কাছে। ব্যক্তিগত থেকে পেশাগত সব খবরই তাঁরা নেট দুনিয়ায় পোস্ট করে থাকেন। সারেগামাপা খ্যাত পৌষালী বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিজের গানের জোরে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। গায়িকা সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুষ্ঠান-লাইভ কনসার্টের বিভিন্ন পোস্ট করে থাকেন। তবে সম্প্রতি তিনি যে পোস্টটি করেছেন, তা দেখে অনেকেই আতঙ্কিত। শুক্রবার তিনি নেট দুনিয়ায় পোস্ট করেন তাঁর কালো রঙের এসইউভি গাড়ির সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ছবি দেখে অনেকেই ধরে নিয়েছেন যে পৌষালী দুর্ঘটনার মুখে পড়েছেন। আর তার পর থেকেই একের পর এক কমেন্ট আসতে থাকে পৌষালীর কমেন্ট বক্সে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সেই ছবি যদিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পৌষালীকে নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
এক সংবাদমাধ্যমের কছে পৌষালী জানিয়েছেন যে তাঁর মিউজিশিয়ানদের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তাঁদেরই হাতে-পায়ে চোট লেগেছে। এই ঘটনাটি ঘটে বেথিয়াডহরির কাছে নাকাশিপাড়ায়। তাঁদের গাড়িকে পিছনদিক থেকে এসে মারে মাহিন্দার থার। ইন্ডিকেটর না দিয়ে বাঁ দিক থেকে ডানদিকে নিয়েছে, পৌষালীর গাড়ি মেরেছে ধাক্কা। ডিভাইডারে উঠে গিয়েছে। আবার ঘুরে এসে পিছন থেকে ধাক্কা মেরেছে। নতুন গাড়ির চালক হয়তো, তাই এমনটা হয়েছে। তেমন হাত সেট নয়, তাও এভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছে। গায়িকার মতে, একটা বাচ্চা ছেলে গাড়ি চালাতেই পারে না।
অনুষ্ঠান করতে যাওয়ার পথেই এই দুর্ঘটনার মুখে পড়েন পৌষালী ও তাঁর টিম। তবে পৌষালী জানিয়েছেন যে সাউন্ড ম্যানের বিশেষ করে লেগেছে। যিনি পৌষালীর গাড়ি চালাচ্ছিলেন তাঁরও চোট লেগেছে বলে জানান গায়িকা। সকলকেই নাকাশিপাড়ার কাছে এক ক্লিনিকে নিয়ে গিয়ে ফাস্ট এইড করা হয়েছে। ইনঞ্জেকশন নিতে হয়েছে তাঁকেও। তবে এই দুর্ঘটনার পরও পৌষালী অনুষ্ঠান বাতিল করেননি।
সারেগামাপা থেকে জনপ্রিয়তা পেলেও পৌষালীকে খ্যাতি এনে দিয়েছে তাঁর লোকগান ও মাটির গান। তাঁর জনপ্রিয়তা দেশ থেকে বিদেশের মাটিও ছুঁয়েছে। পৌষালী এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন গান। পৌষালীর নতুন অ্যালবামের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।