scorecardresearch
 

Sahitya Aajtak 2024: সিনেমা নাকি OTT, কোথা থেকে বেশি আয়? গুলশান দেবাইয়া যা বললেন

সাহিত্য আজ তক ২০২৪-এর দ্বিতীয় দিনে অভিনেতা গুলশান দেবাইয়া নিজের কেরিয়ার, অভিনয়ের প্রতি তাঁর আবেগ এবং চলচ্চিত্র ও ওটিটির তুলনা নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ ও রসবোধ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। পাশাপাশি, অভিনেতা হিসেবে তার যাত্রাপথ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও অনেক তথ্য শেয়ার করেন।

Advertisement
হাইলাইটস
  • সাহিত্য আজ তক ২০২৪-এর দ্বিতীয় দিনে অভিনেতা গুলশান দেবাইয়া নিজের কেরিয়ার, অভিনয়ের প্রতি তাঁর আবেগ এবং চলচ্চিত্র ও ওটিটির তুলনা নিয়ে কথা বলেছেন।
  • অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ ও রসবোধ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

সাহিত্য আজ তক ২০২৪-এর দ্বিতীয় দিনে অভিনেতা গুলশান দেবাইয়া নিজের কেরিয়ার, অভিনয়ের প্রতি তাঁর আবেগ এবং চলচ্চিত্র ও ওটিটির তুলনা নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ ও রসবোধ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। পাশাপাশি, অভিনেতা হিসেবে তার যাত্রাপথ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও অনেক তথ্য শেয়ার করেন।

ক্যারিয়ারের শুরু: অনুরাগ কাশ্যপের হাত ধরে যাত্রা
গুলশান জানান, তার অভিনয়জীবনের শুরু হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবি দ্যাট গার্ল ইন ইয়েলো বুট দিয়ে। মুম্বাইতে শিফট করার পর অভিনেত্রী কল্কি কোচলিনের সঙ্গে বন্ধুত্ব হয়, এবং তাঁর সুপারিশেই ছবিতে সুযোগ পান তিনি। অনুরাগের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানতাম সে আমাকে পছন্দ করবে।"

চলচ্চিত্র বনাম ওটিটি: কোনটা ভালো?
গুলশান নিজের মতামত স্পষ্টভাবে জানিয়ে বলেন, "চলচ্চিত্র আমার শৈশবের প্রেম। আমি তার প্রতি পক্ষপাতিত্ব করব। ফিচার ফিল্ম সবসময় শীর্ষে থাকবে। তবে ওটিটি দীর্ঘ ফর্মের গল্প বলার জন্য দুর্দান্ত একটি মাধ্যম, যা টিভির সীমাবদ্ধতা দূর করেছে।"

আরও পড়ুন

আয় এবং প্রকল্পের সম্ভাবনা
চলচ্চিত্র ও ওটিটি থেকে আয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এটি নির্ভর করে প্রকল্প এবং বাজারের অবস্থার ওপর। বর্তমানে সিনেমাগুলো ভালো করছে না, তাই প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ফান্ডিং চ্যালেঞ্জের মুখে পড়ছে।"

অন্য ধরনের ভূমিকা ও ভবিষ্যতের ভাবনা
গুলশানের মতে, অভিনয় এখনো তার প্রথম প্রেম। পরিচালনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "অনেকেই বলেন, আমি পরিচালনা করতে পারি। তবে এখনই সে সম্পর্কে ভাবছি না।" তিনি আরও যোগ করেন, "ছোটবেলা থেকে হিন্দি সিনেমার অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি, এবং আজ সেটাই করছি। এর চেয়ে ভালো আর কী হতে পারে?"

ইরফান খানের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের ইচ্ছা
গুলশান জানান, অভিনেতা ইরফান খানের সঙ্গে কাজ করার ইচ্ছা তার অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, "ইরফান খান ছিলেন অপ্রত্যাশিত ও অসাধারণ। তার কাজ আমাকে প্রভাবিত করেছে। তার মৃত্যুর পর মনে হয়েছিল, যেন কেউ খুব কাছের একজন চলে গেছেন।"

Advertisement

রোমান্টিক চরিত্রে আগ্রহ
রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয় নিয়ে প্রশ্নের উত্তরে গুলশান বলেন, "চকোলেট বয় চরিত্রে অভিনয়ের কথা কখনো ভাবিনি। তবে ভালো চরিত্র এলে অবশ্যই করব।"

সাই পল্লবীর সঙ্গে কাজ করার ইচ্ছা
গুলশান আরও বলেন, তিনি অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করতে চান। তিনি মনে করেন, তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।


 

Advertisement