বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী 'পথের পাঁচালী'র দুর্গা উমা দাশগুপ্ত প্রয়াত। সোমবার সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান উমা দাশগুপ্ত। শোনা যাচ্ছে, তিনি বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। bangla.aajtak.in-কে এই খবর নিশ্চিত করেছেন অভিনেতা-সাংসদ চিরঞ্জিৎ চক্রবর্তী। তাঁকে উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জানান অভিনেত্রীর মেয়ে।
উমাদেবী যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ। তিনি জানিয়েছেন যে অভিনেত্রী ক্যান্সারে ভুগছিলেন। এর আগে একবার হাসপাতালে ভর্তি হলেও তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। তবে এইবার আর শেষরক্ষা হল না। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন তিনি।
শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালি’র দুর্গা উমা দাশগুপ্তকে। যদিও তাঁর বাবা চাননি মেয়ে সিনেদুনিয়ায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। রূপোলি পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই ক্ষতের সৃষ্টি করেনি, কাঁদিয়েছিল গোটা দর্শক মহলকে। বছর দুয়েক আগেও উমা দাশগুপ্তের মেয়ে শ্রীময়ী অভিযোগ তুলেছিলেন, ছবিতে তাঁর মায়ের চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে। সেই ফেসবুক পোস্ট নিয়ে বেশ শোরগোলও হয়েছিল।
সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু-দুর্গার জীবনের এক টুকরো কাহিনি, আজও বাঙালির হৃদয়জুড়ে। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সকলের মনে উমার অভিনয় রয়েছে। চলতি বছরে হঠাৎই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল নানা আলোচনাও। পরবর্তীতে জানা যায়, সুস্থ রয়েছেন তিনি। সত্যজিতের সেই সাদা-কালো দুর্গা আজও সকলের হৃদয়ের ক্যানভাসে চির বিরাজমান। তাঁর মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া।