একমাস হয়েছে দুজনের বিয়ে। গত ১৫ ডিসেম্বর বিয়ে করেন টলিপাড়ার চর্চিত জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। পরম-পিয়ার বিয়ের মতোই তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয়নি। বিশেষ করে দর্শনা কেন সৌরভের মতো ছেলেকে বিয়ে করলেন এই নিয়েই নোটপাড়ায় চলত একাধিক আলোচনা। তবে সম্প্রতি সৌরভ যেটা করলেন, তারপর নেটিজেনদের চোখে তাঁর ভাবমূর্তি আমূল বদলে গেল। খারাপ বর নয়, ভাল বরের তকমা জুটল সৌরভের কপালে। কিন্তু কীভাবে জানেন?
সম্প্রতি শুরু হয়েছে দর্শনার শ্যুটিং। শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস ‘দেবী চৌধুরানি’তে দেখা যাবে তাঁকে। শ্যুটিং শেষে ক্লান্ত দর্শনার পা টিপে দেওয়া থেকে তাঁর খেয়াল রাখা, এ সবই করতে দেখা গিয়েছে সৌরভকে। সেই ছবি দর্শনা ভাগ করে নিতেই হচ্ছে প্রশংসা। প্রসঙ্গত, একবছর চুটিয়ে প্রেম করার পর আচমকাই বিয়ের ঘোষণা করে বসেন সৌরভ ও দর্শনা। তবে আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর।
একটা ওয়েব সিরিজের শ্যুটিং থেকে দর্শনা ও সৌরভের আলাপ ক্রমে প্রেমে পরিণতি পায়। যদিও তাঁরা তাঁদের সম্পর্কের খবর কখনই সোশ্যাল মিডিয়ায় জানাননি। বরং কিছুটা গোপনীয়তা বজায় রেখেছিলেন। বিয়ের পর পরই দুজনেই কাজে ফিরেছেন। এই মুহূর্তে হানিমুনে যাওয়ার কোনও প্ল্যান নেই সৌরভ-দর্শনার। এক ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে তাঁদের।
বিয়ের পর দর্শনা তাঁর নতুন সংসারের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে গিয়েছেন। অভিনয় ছাড়াও দর্শনা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। নিজের ছোট ছোট মুহূর্তগুলি ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি নিয়ে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। যেখানে দর্শনাকে দেখা গিয়েছিল কালো রঙের ক্রপ টপে। উন্মুক্ত পেট দেখে অনেকেই মন্তব্য করেন যে দর্শনা প্রেগন্যান্ট নাকি। যদিও এই সব মন্তব্যের কোনও জবাব দেননি তিনি। কাজের ব্যস্ততার মাঝও সৌরভের সঙ্গে এখন নতুন জীবন দারুণভাবে উপভোগ করছেন দর্শনা।