আজকের সোহম চক্রবর্তী পরিচিত কিন্তু অঞ্জন চৌধুরীর ছোট বউ ছবির ‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব’ এই সংলাপের জন্য। মাস্টার বিট্টুর সেই জনপ্রিয় সংলাপ আজও দারুণভাবে পরিচিত মানুষের কাছে। যদিও এখন মাস্টার বিট্টু বড় হয়ে গিয়েছে। সোহম এখন অভিনয়, প্রযোজনা ও রাজনীতি দারুণভাবে সামলাতে পটু হয়ে গিয়েছেন। কিন্তু আজও যদি সোহমের নাম নেওয়া হয়, তাহলে অনুরাগী ও ভক্তদের মাথায় এই সংলাপই চলে আসে। তবে এই সংলাপের ঠ্যালা যে সোহমকে এভাবে দিতে হবে, তা ভাবতেই পারেননি অভিনেতা নিজেও।
আসলে জিয়াগঞ্জে ভোট প্রচারে গিয়েছিলেন সোহম কিছুদিন আগেই। সঙ্গে ছিলেন অভিনেত্রী কৌশনী মুখোপাধ্যায়ও। হুডখোলা গাড়িতেই চলছিল প্রচার। হঠাৎ করেই গাড়ির সামনে হাজির এক স্থানীয় মহিলা। তাঁর হাতে হরলিক্সের শিশি। সোহমের সামনে ওই শিশি তুলে ধরলেন মহিলা। নাহ বিধায়ক, অভিনেতা তাতে বিন্দুমাত্র রাগেননি। উল্টে তাঁকে ওই মহিলার সামনে হাত জোড় করে করতে দেখা যায়। মৌসুমী পাল সামন্ত নামে এক মহিলার ফেসবুকে উঠে এসেছে সেই ভিডিও।
সোহম কিন্তু ওই মহিলার কাছ থেকে এই উপহার গ্রহণ করেন। তবে হাসি চেপে রাখতে পারেননি কৌশানি। তবে সোহমের মুখে হাসি দেখা যায়নি, তিনি এই ঘটনায় একটু অবাকই হয়েছেন। মহিলাকে হাতজোড় করে নমস্কার করেন। পরে হরলিক্সের কৌটোটি পাশে সরিয়ে রাখেন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেট পাড়ায় হাসির রোল উঠেছে এই ভিডিও দেখার পর। চলতি লোকসভা নির্বাচনে সোহমের হাতে কিনা দেখা গেল তাঁর সেই সিগনেচার ড্রিঙ্ক হরলিক্সকে!
নিজে ভোটে না দাঁড়ালেও তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে সোহম। আর সেই কারণেই তৃণমূলের প্রার্থীদের হয়ে নানান জায়গায় ভোট প্রচারে যেতে হচ্ছে সোহমকে। আর সেই ভোট প্রচারে গিয়ে এরকম ঘটনার সামনে যে পড়তে হবে তা ভাবেননি অভিনেতা। এর আগে গত বছর দাদাগিরিতে এসেও হরলিক্স-কাণ্ডের ‘শিকার’ হয়েছিলেন সোহম। তাঁকে দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন,” হরলিক্স কিন্তু সোহমের পিছু ছাড়ে না’। সহমত পোষণ করেন সোহমও। জানান, ‘হ্যাঁ, দাদা সেই প্রথম ছবি থেকে এখনও’। শুধু কি ছবি? ভোটের বাজারে হরলিক্স হিট, প্রমাণ দিলেন সোহম।