ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হয়েছে কয়েক মাস আগে। ব্যবসায় মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ও জনপ্রিয় তিনি। জীবনের বিভিন্ন মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন সঞ্চালিকা- লেখিকা। দক্ষিণ কলকাতায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন বেশ কিছু বছর আগে। বর্তমানে তিনি মূলত ব্যস্ত নিজের বুটিক নিয়ে। এবার সুদীপার রেস্তোরাঁয় খেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সেটাও আবার জগন্নাথধাম পুরীতে গিয়ে। এই অভিযোগই গত কয়েকদিন ধরে আসছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। শুনে অবাক চট্টোপাধ্যায় দম্পতি।
ঠিক কী ঘটেছে? আসলে সুদীপ্তার রেস্তোরাঁর নাম ও লোগো ব্যবহার করে কলকাতার মধ্যে ও বাইরে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোট- বড় রেস্তোরাঁ। যার সঙ্গে সুদীপা ও তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই। এবার পুরীতে এরকমই এক রেস্তোরাঁতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছুজন। বিষয়টি জানতেই, সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তিনি। শুধু তাই নয়, জানালেন এরপর আইনের সাহায্য নিতে পারেন তিনি।
ফেসবুকে সুদীপা লেখেন, "পুরীর এই রেস্তোরাঁটির সাথে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নয়। এরা বেআইনিভাবে আমার নাম ও আমার পুরোনো রেস্তোরাঁর লোগোও ব্যাবহার করছে। দীর্ঘদিন ধরে করছে। আমি প্রথমে ভেবেছিলাম- কিছু বলব না… কেউ যদি আমার নামকে সম্মান দিয়ে দু-পয়সা রোজগার করে- তা তো ঈশ্বর ওনার জন্য স্থির করে রেখেছেন। আমি আটকাবো কেন?কিন্তু,বেশ কিছুদিন ধরে- অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর, এই সিদ্ধান্ত নিলাম যে, এটা আর চলতে দেওয়া যায় না। কারণ,আগামীদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্থ হলে- সে দায় তো আমার ওপরও,খানিকটা বর্তায়?"
তিনি আরও লেখেন, "আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি ওই রেস্তোরাঁর কর্ণধারকে চেনেন- তাহলে,তাঁকে এ বিষয়ে অবগত করে, অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে বলুন। নয়তো,আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে- যা আমার একান্তই অনিচ্ছার। আমি একদমই কোনও ব্যাবসায়িক ক্ষতি চাই না। শুধু আমার নাম আর লোগো- তাঁরা আমার বিনা অনুমতিক্রম যেন ব্যবহার না করেন। এই মুহুর্তে কেউ পুরী বেড়াতে গেলে- যদি বন্ধু হিসাবে আমার এটুকু উপকার করেন- তাহলে চিরকৃতজ্ঞ থাকব। জয় জগন্নাথ।"
সুদীপার এই পোস্ট দেখে বহু নেটিজেন কমেন্ট করেছেন, তাঁরা সুদীপ্তার রেস্তোরাঁ ভেবে খেয়েছেন সেখানে। একজন লিখেছেন, "দিদি আমি এখানে খেয়েছি। রান্নাবান্নাও ভাল ছিলো। আমি ভেবেছিলাম আপনার ফ্রাঞ্চাইজি নেওয়া। আমি আপনার কথা জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছিলেন আপনি নাকি উদ্বোধনের সময় এসেছিলেন।" এর উত্তরে সুদীপা লেখেন, "কিরকম মিথ্যেবাদী ভাবুন তাহলে? ওরা আমার নামও সবাইকে বলেন।"
বারবার বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছেলেকে সোনার গয়না পরানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু, পান থকে চুন খসলেই তাঁকে ছেড়ে কথা বলেন না নেটিজেনরা। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা। পরিবার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শুনতে হয় না তাঁকে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড়। যদিও এই ঘটনায় করা সুদীপার এই পোস্টের পজিটিভ কমেন্টই পড়েছে বেশি।