বিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শারীরিক উন্নতির জন্য দোয়া চেয়েছেন তাঁর আত্মীয়রা। এক সপ্তাহ ধরে সানফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হার্ট ও ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এর আগে বন্ধু ও বাঁশি বাদক রাকেশ চৌরাশিয়া পিটিআইকে জানিয়েছিলেন, জাকির হুসেনের অবস্থা গুরুতর। পরিবারের সবাই নার্ভাস।
আজই শিল্পীর পারিবারিক বন্ধু রাকেশ চৌরাসিয়া জানিয়েছিলেন, হার্ট সংক্রান্ত সমস্যার জন্য জাকির হুসেনকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদমাধ্যমকে জাকির হুসেনের পরিবার জানায়, জাকিরের দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীরা যাতে প্রার্থনা করে। তারপর সোশ্যাল মিডিয়ায় জাকিরের দ্রুত আরোগ্য কামনা শুরু করেন নেটিজেনরা।
জাকির হুসেন ৯ মার্চ ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণে ভূষিত হন। জাকির হুসেন তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। তাঁর বাবা উস্তাদ আল্লারাখা কুরেশিও বিখ্যাত তবলাবাদক ছিলেন। মায়ের নাম বিবি বেগম।
জাকির হুসেন মুম্বইয়ের মাহিমের সেন্ট মাইকেল স্কুলে পড়াশোনা করেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। প্রথমবার তিনি যখন দর্শকদের সামনে আসেন তখন তাঁর বয়স ১১ বছর। তাও আমেরিকায়। ১৯৭৩ সালে তিনি তার প্রথম অ্যালবাম 'লিভিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড' চালু করেন।
জাকিরকে অল-স্টার গ্লোবাল কনসার্টে অংশ নিতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । তবলা বাজানো ছাড়াও তিনি অনেক চলচ্চিত্রও করেছেন। তিনি পেশায় একজন অভিনেতাও। ১২টি ছবিতে কাজ করেছেন তিনি।