scorecardresearch
 

Payel Deb: পঞ্জাবি বরের বাঙালি বউ! কবে বিয়ে পায়েল-শিখরের? ভাইরাল রিং সেরিমনি VIDEO

Payel Deb: টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম পায়েল দেব। আর এই মুহূর্তে পায়েলের বিয়ে ঘিরে টেলি দুনিয়ায় দারুণ হইচই। রাঙা বউ, এই পথ যদি না শেষ হয়-এর অভিনেত্রী পায়েল বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। ইতিমধ্যেই পায়েলের আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement
কবে পঞ্জাবি পাত্রের সঙ্গে বিয়ে সারছেন পায়েল? কবে পঞ্জাবি পাত্রের সঙ্গে বিয়ে সারছেন পায়েল?
হাইলাইটস
  • টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম পায়েল দেব।

টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম পায়েল দেব। আর এই মুহূর্তে পায়েলের বিয়ে ঘিরে টেলি দুনিয়ায় দারুণ হইচই। রাঙা বউ, এই পথ যদি না শেষ হয়-এর অভিনেত্রী পায়েল বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। ইতিমধ্যেই পায়েলের আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে। চলছে বিয়ের প্রস্তুতিও। আর এরই মাঝে পায়েল শেয়ার করলেন তাঁর রিং সেরিমনির ভিডিও। আর সেখানেই দেখা গেল পায়েলের পঞ্জাবি হবু বর পাওয়েলকে একেবারে হাঁটু মুড়ে বসে আংটি পরাতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ভাইরাল।

পায়েলের বিয়ে হচ্ছে পঞ্জাবি পরিবারে। তাঁর বরের নাম শিখর ট্যান্ডন। বাগদানের দিন পায়েল পরেছিলেন গোলাপি রঙের ভারী কাজের লহেঙ্গা। অভিনেত্রীর থেকে চোখ ফেরানো সত্যিই দায়। পায়েল তাঁর লহেঙ্গার সঙ্গে পরেছিলেন ভারী গয়নাও। সব মিলিয়ে অভিনেত্রীকে সত্যি পঞ্জাবী ঘরানার বউই লাগছিল। অপরদিকে, গাঢ় নীল রঙের শেরওয়ানি বর শিখরর গায়ে। টেলিপাড়ার অনেক পরিচিতরাই পায়েল-শিখরের রিং সেরিমনিতে এসেছিলেন। জানা যাচ্ছে, বাঙালি ও পঞ্জাবি, দুই মতেই বিয়েটা হবে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Payel Deb (@payel.deb08)

পায়েল-শিখরের এই ভিডিওতে দেখা গেল শিখর হাঁটু মুড়ে বসে পায়েলকে আংটি পরিয়ে দেন। এবার শুধুই চারহাত এক হওয়ার পালা। ৫ ডিসেম্বর বিয়ে হবে শিখর ও পায়েলের। গত বছর রথযাত্রার শুভ দিনে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয় পায়েল ও শিখরের। বিগত কয়েকদিন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরা ছিল আইবুড়ো ভাত ও প্রি ওয়েডিংয়ের ফোটোশ্যুটে। একবার দিদি নম্বর ১-এ এসেই পায়েল জানিয়েছিলেন, তিনি পঞ্জাবি ছেলে বিয়ে করতে চান। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে শিখর। পায়েলের পরিবারে এটাই প্রথম ইন্টারকাস্ট ম্যারেজ। 

Advertisement

জানা যাচ্ছে, বিয়েতে আদ্যোপান্ত বাঙালি সাজে দেখা যাবে পায়েলকে। বেনারসি, শোলার মুটুক, লাল চেলি সমস্তটা থাকবে আর পাঁচটা কনের মতো। তবে হাত শাঁখা-পলার সঙ্গে শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে চূড়াও পরবেন। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ পায়েল দেব। শেষ তাঁকে দেখা যায় কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে। এছাড়াও এই পথ যদি না শেষ হয়, রাঙা বউ-এর মতো ধারাবাহিকে দেখা যায় তাঁকে। বিয়ের প্রস্তুতির মাঝেও কাজ করেছেন রাজর্ষি দে-র আপকামিং ছবি 'ও মন ভ্রমণ'-এর। আপাতত একটু বিরতি ছোট পর্দাকে। বিয়ের চাপটা সামলে উঠেই, ক্যামেরার সামনে ফিরবেন বলে জানিয়েছেন।  

আরও পড়ুন

TAGS:
Advertisement