scorecardresearch
 

Rooqma Ray: এই প্রথম পান্তা খেলেন রুকমা, ভাত মুখে তুলতেই ট্রোলের মুখে অভিনেত্রী, VIDEO

Rooqma Ray: টেলিভিশনে জনপ্রিয় মুখ হলেন রুকমা রায়। একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। দেশের মাটি, লালকুঠি সহ বেশকিছু সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। সুযোগ পেলেই রুকমা বেড়িয়ে পড়েন এদিকে-সেদিকে। বিদেশে গিয়ে ফ্যাসাদেও পড়েছেন তিনি। তবে এইসবের মধ্যেই রুকমা জীবনে প্রথমবার এই খাবারের স্বাদ গ্রহণ করলেন।

Advertisement
রুকমা রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম রুকমা রায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • টেলিভিশনে জনপ্রিয় মুখ হলেন রুকমা রায়।

টেলিভিশনে জনপ্রিয় মুখ হলেন রুকমা রায়। একের পর এক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন। দেশের মাটি, লালকুঠি সহ বেশকিছু সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। সুযোগ পেলেই রুকমা বেড়িয়ে পড়েন এদিকে-সেদিকে। বিদেশে গিয়ে ফ্যাসাদেও পড়েছেন তিনি। তবে এইসবের মধ্যেই রুকমা জীবনে প্রথমবার এই খাবারের স্বাদ গ্রহণ করলেন। তিনি এই প্রথম পান্তাভাত খেলেন। আর সেই ভিডিও শেয়ার করতেই ট্রোল হলেন অভিনেত্রী। 

বাঙালির গরমকালের প্রিয় খাবার হল পান্তাভাত। রাতের বা দুপুরের বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে তাতে লেবু চিপে পেঁয়াজ-কাঁচালঙ্কা সহযোগে খেলে পেট একেবারে ঠান্ডা। আর এর সঙ্গে যদি ভাজাভুজি বা আলুভাজা থাকে তাহলে তো সোনায় সোহাগা। বলিউডের অনেক তারকারই প্রিয় খাবার এই পান্তাভাত। কিন্তু রুকমা বাঙালি হয়ে এই পান্তাভাত প্রথমবার খাচ্ছেন, সেটা বেশ অবাক করার মতো বিষয়। এই ভিডিও রুকমা নিজেই শেয়ার করেছেন। 

রুকমা ভিডিওতে নিজেই জানিয়েছেন যে তিনি এই পান্তাভাত প্রথমবার খাচ্ছেন, এর আগে কোনওদিন তিনি এই খাবার খাননি। রুকমা যদিও শুনেছেন এই ভাত খেতে নাকি অসাধারণ লাগে। তবে রুকমার এই পান্তাভাত খাওয়ার পিছনে কারণ হল এই গরম এবং সারাদিন শ্যুটিং থাকার কারণে তাঁর ভাত খাওয়া হয়নি, ভাতের ক্রেভিংস হচ্ছিল। রুকমা এই পান্তাভাতের সঙ্গে খেলেন কুমড়োর বড়া, আলুভাজা, পমফ্রেট মাছ ও আলুচোখা। সঙ্গে লেবু, পেঁয়াজ ও কাঁচালঙ্কা। পান্তার প্রথম গ্রাস মুখে তুলতেই রুকমা জানান যে তাঁর প্রাণটা জুড়িয়ে গেল। তবে এই পান্তা প্রথমবার খাওয়া নিয়ে তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। 

আরও পড়ুন

অনেকেই রুকমার এই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে এমন করছেন যে উনি বিদেশে থাকেন আর কোনওদিন পান্তার নাম শোনেন নি। অনেকে আবার লিখেছেন ওঁনার ভাত খাওয়ার ইচ্ছা হয় না, ক্রেভিংস হয়। যদিও রুকমা এইসব ট্রোলকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের খাবারে মনোনিবেশ করেছেন। ভিডিওতে তিনি এও জানিয়েছেন যে তিনি আগে মাছ খেতেন না এবং দিদি নম্বর ১-এ এসে মাছ দেখে কান্নাকাটিও করেছিলেন। তবে পরে অভিনেত্রীর মা তাঁকে মাছ খাওয়ানো আস্তে আস্তে শিখিয়েছেন। 

Advertisement

বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন রুকমা। তবে  'তুমি আশেপাশে থাকলে' সিরিয়ালে এবার দেখা যাবে রুকমাকে। এই ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন অঙ্গনা। আর অঙ্গনার জায়গায় আসছেন অভিনেত্রী রুকমা রায়। এছাড়াও নষ্টনীড় ২ সিরিজেও রুকমা অভিনয় করবেন। এই সিরিজের প্রথম ভাগেও রুকমাকে দেখা গিয়েছিল।   

TAGS:
Advertisement