scorecardresearch
 

Television Gossip: প্রথম সিরিয়ালের পরই হারিয়ে যান, এবার বিয়ের পিঁড়িতে 'মেম বউ'

Television Gossip: স্টার জলসার একসময়কার জনপ্রিয় সিরিয়াল ছিল মেম বউ। ২০১৬ সালে শুরু হয়েছিল এই সিরিয়াল। ব্লন্ড চুল, আর আধো আধো বাংলা বলা বিদেশিনি তখন ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। সিরিয়াল শুরু হওয়ার আগেই ভাইরাল হয় তাঁর কথা বলার ধরন।

Advertisement
মেম বউ খ্যাত বিনীতার বিয়ে মেম বউ খ্যাত বিনীতার বিয়ে
হাইলাইটস
  • স্টার জলসার একসময়কার জনপ্রিয় সিরিয়াল ছিল মেম বউ।

স্টার জলসার একসময়কার জনপ্রিয় সিরিয়াল ছিল মেম বউ। ২০১৬ সালে শুরু হয়েছিল এই সিরিয়াল।  ব্লন্ড চুল, আর আধো আধো বাংলা বলা বিদেশিনি তখন ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। সিরিয়াল শুরু হওয়ার আগেই ভাইরাল হয় তাঁর কথা বলার ধরন। সেই বিনীতা চট্টোপাধ্যায় মেম বউ শেষ হওয়ার পর গায়েব হয়ে যান। এতবছর পর আবারও তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। যার কারণ মেম বউয়ের বিয়ে।

বিনীতা অনেকদিনই টেলি দুনিয়া থেকে গায়েব ছিলেন। এবার সুখবর শোনালেন অভিনেত্রী। ২০২৫ সালে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। স্টার জলসার 'মেম বউ' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বিনীতা। প্রথম ধারাবাহিকেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে এরপর কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন বিনীতা। সেখানে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের জায়গা তৈরি করেন তিনি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এখন তিনি অভিনেত্রীর পাশাপাশি পেশাদার গায়িকাও বটে। ২০২৫ এই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন বিনীতা। সেখানেই জানালেন বিয়ের পরিকল্পনা। এক সংবাদমাধ্যমকে বিনীতা জানিয়েছেন যে আগামী বছর মে মাসে তিনি বিয়ে করবেন। পাখির মতো বাঁচতে ভালবাসেন তিনি। বদ্ধ থাকা তাঁর মোটে পছন্দ নয়। নিজের কাজে যদি কেউ হস্তক্ষেপ করেন তাহলে তাহলে খুবই সমস্যা। তাই নিজের মনের মতো মানুষই খুঁজে পেয়েছেন অভিনেত্রী। অনেক দিনের অপেক্ষা ছিল এই দিনটার। সব কিছু গুছিয়ে নিয়ে বিয়ে করবেন নায়িকা।

আরও পড়ুন

ইতিমধ্যেই বিনীতা একটি বাংলা ছবিতে কাজ করে ফেলেছেন। ‘মেম বউ’ হিসাবে একটা সময় বাংলা সিরিয়াল প্রেমীদের মন জিতেছিলেন এই সুন্দরী। বিদেশিনীর সঙ্গে মধ্যবিত্ত বাঙালি ছেলের প্রেমের গল্প ২০১৬ সালে সম্প্রচারিত হয়েছিল স্টার জলসায়। এরপর কেটেছে ৮ বছর। তবে মেম বউয়ের পর আর সেভাবে সিরিয়ালের পর্দায় দেখা যায়নি বিনীতাকে।  

Advertisement

Advertisement