scorecardresearch
 

Actor Dev-Khadaan: এখনও শো পায়নি 'খাদান', মুক্তির মুখে গুরুতর দাবি দেবের

Actor Dev-Khadaan: বছরের শেষে দেবের খাদান নিয়ে চর্চা তুঙ্গে। এই ছবির প্রচার চলছে গোটা বাংলায়। তবে ট্রেলার লঞ্চ হতে বেশ কিছুটা সময় লাগল খাদান টিমের। মুক্তির দুদিন আগেই সামনে এল খাদান-এর ট্রেলার। আর ট্রেলারেই দেব-যিশু জুটি সবাইকে অবাক করে দিয়েছে।

Advertisement
খাদান মুক্তির আগে বড় ঘোষণা দেবের খাদান মুক্তির আগে বড় ঘোষণা দেবের
হাইলাইটস
  • বছরের শেষে দেবের খাদান নিয়ে চর্চা তুঙ্গে।

বছরের শেষে দেবের খাদান নিয়ে চর্চা তুঙ্গে। এই ছবির প্রচার চলছে গোটা বাংলায়। তবে ট্রেলার লঞ্চ হতে বেশ কিছুটা সময় লাগল খাদান টিমের। মুক্তির দুদিন আগেই সামনে এল খাদান-এর ট্রেলার। আর ট্রেলারেই দেব-যিশু জুটি সবাইকে অবাক করে দিয়েছে। তবে এরই মাঝে দেব শোনালেন দুঃসংবাদ। যে ছবি নিয়ে সকলের উত্তেজনা ছিল তুঙ্গে, সেই খাদান ছবির অগ্রিম বুকিং এখনও শুরু হয়নি। অথচ ছবি মুক্তির আর ৪৮ ঘণ্টাই বাকি। এই নিয়ে দেব তাঁর ফেসবুক পেজে ইতিমধ্যেই জানিয়েছেন। 

দেব তাঁর ফেসবুক পেজে বলেন, আমি ক্ষমা চাইছি যে এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি। বিশ্বাস করুন আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খাদান যাতে শো পায় এবং অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে যায় তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু খাদান শো পাচ্ছে না কারণ অন্য ভাষার ছবির ডিস্ট্রিবিউটাররাও বাংলায় রয়েছে। খুবই দুঃখিত, দয়া করে ধৈর্য্য ধরুন। আমি হাল ছাড়ব না। প্রসঙ্গত, এই ছবির প্রচারে কোনও ত্রুটি রাখেননি টিম খাদান। এসকে মুভিজ প্রযোজিত এই ছবির প্রচারের জন্য দেব-ইধিকা-যিশু সহ পুরো ছবির টিম ঘুরেছে গোটা বাংলায়। 

এদিকে ছবি মুক্তির আগে  জমে উঠেছে ‘খাদান’ ও 'সন্তান'এর লড়াই। রাজ চক্রবর্তী ও দেব এবার মুখোমুখি। ইতিমধ্যেই দেবকে কটাক্ষ করে রাজের মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও টলিপাড়ার অনেকেই দেবের পক্ষ নিয়েছেন। প্রসঙ্গত, সুজিত রিনো দত্ত পরিচালিত ছবিতে রয়েছেন দেব-যিশু ছাড়াও রয়েছেন ইধিকা পাল, বরখা বিশত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতারা। কলকাতা থেকে হাওড়া, মালদা থেকে মধ্যমগ্রাম সব জায়গাতেই খাদান নিয়ে চর্চা তুঙ্গে।

আরও পড়ুন

খাদান ছবির সফলতা কামনায় তারাপীঠে পুজো দেওয়ার পর সোমবার নৈহাটিতে বড়মার কাছে গিয়ে পুজো দিয়ে এসেছেন দেব সহ ছবির সব কলাকুশলীরা। নৈহাটিতেও দেবকে দেখতে ভিড় জমেছিল, যা সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। বুধবার সামনে এসেছে দেব-যিশুর খাদান ট্রেলার। এদিকে ইতিমধ্যেই ইউটিউবে 'খাদান'-এর ট্রেলারে নিচে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। দেবের মারকাটারি অ্যাকশন দারুণভাবে সকলের মন জয় করে নিয়েছে। তবে এবার কবে থেকে অগ্রিম বুকিং শুরু হয়, সেদিকেই তাকিয়ে সবাই।   

Advertisement

TAGS:
Advertisement