একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেঙ্গিজ আর অন্য জন্য দাক্ষিণাত্যের পুষ্পা। আর এই দুই সুপারস্টারই একে-অপরের গুণে মুগ্ধ। মুক্তির পর থেকেই গোটা দেশজুড়ে 'পুষ্পা ২: দ্য রুল' অভূতপূর্ব সাড়া ফেলেছে। এখনও পর্যন্ত কোটি টাকার উপরে ব্যবসা করে নিয়েছে অল্লু অর্জুনের এই ছবি। এ রাজ্যেও দক্ষিণী সুপারস্টারের ক্যারিশ্মা বেশ প্রভাব ফেলেছে। জিৎ এমনিতে বাংলা ছবি ছাড়াও বলিউড ও দক্ষিণী ছবিও দেখে থাকেন। সেরকমই পুষ্পা ২: দ্য রুল দেখে অভিনেতা মুগ্ধ। নিজের এক্স হ্যান্ডেলে অল্লু অর্জুনের প্রশংসা না করে পারলেন না। আর জিৎ-এর প্রশংসায় রীতিমতো আপ্লুত অল্লু।
পুষ্পা ২: দ্য রুল মুক্তির তিনদিনের মাথাতেই গোটা দেশে ঝড় তুলেছে। পাঁচশো কোটির উপর আয় করে ফেলেছে এই ছবি। পুষ্পার মতোই পুষ্পা ২-তে সাড়া ফেলেছেন অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিল। দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে পাঁচশো কোটির ক্লাবে। সিনেমা দেখে ছিটকে গিয়েছেন জিৎও। ছবি দেখে এসেই সোশ্যাল মিডিয়া পেজে তেলেগু সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ বাংলার অভিনেতা।
জিৎ তাঁর এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘পুষ্পা ২ দেখলাম আর আমি সত্যিই ছিটকে গিয়েছি। অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার। নিজের এই পোস্টে ‘ওয়াইল্ড ফায়ার পুষ্পা’ লিখে তাঁকে ‘মাস্ট ওয়াচ’ হিসেবেও উল্লেখ করেছেন জিৎ।
জিৎ-এর কাছ থেকে এই প্রশংসা পেয়ে সত্যিই আপ্লুত অল্লু অর্জুন। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে লেখেন, জিৎ গারু! এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসায় আমি ধন্য। এখানে উল্লেখ্য, ২০২১ সালে পুষ্পার এন্ট্রি হয়। এই ছবির মাধ্যমেই অল্লু অর্জুন রাতারাতি এক অন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। পুষ্পা ২ আসবে, তার আভাস তখনই পাওয়া গিয়েছিল। সুকুমারের পরিচালনায় সেই কাজটি সুনিপুণভাবেই করেছেন অল্লু অর্জুন। সারা দেশে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।