scorecardresearch
 

প্রথম স্থানে ফের 'মোহর', দ্বিতীয় রানিমা, তিনে জায়গা করল 'খড়কুটো'

সব্বাইকে ছাপিয়ে তাই শীর্ষে মোহর-এর টিআরপি। রেটিং চার্টে ১০.৭ পেয়ে সকলের আগে মোহর ও দীপের রসায়ন। দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে করুণামী রাণী রাসমণি।

Advertisement
বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। ফোটো- সোশ্যাল মিডিয়া বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। ফোটো- সোশ্যাল মিডিয়া
হাইলাইটস
  • রেটিং চার্টে ১০.৭ পেয়ে সকলের আগে মোহর ও দীপের রসায়ন
  • দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে করুণামী রাণী রাসমণি
  • তিন নম্বরে রয়েছে নতুন ধারাবাহিক খড়কুটো

মোহদীপ-এর বিয়ে বলে কথা। সব্বাইকে ছাপিয়ে তাই শীর্ষে মোহর-এর টিআরপি। রেটিং চার্টে ১০.৭ পেয়ে সকলের আগে মোহর ও দীপের রসায়ন। দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে করুণামী রাণী রাসমণি। তিন নম্বরে রয়েছে নতুন ধারাবাহিক খড়কুটো। চতুর্থ স্থানে একসঙ্গে ‘কৃষ্ণকলি’ আর ‘সাঁঝের বাতি’। দুটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৯.৭।

বহু প্রতীক্ষিত ‘মোহদীপ’-এর বিয়ে দেখানো হবে সামনের কিছুদিনের মধ্যেই, তাই চরচর করে বাড়ছে টিআরপি। অন্যদিকে নিজের জায়গা ধরে রেখেছে রাসমণি। খড়কুটো-তেও সৌজন্যে ও গুনগুনের বিয়ের সানাই বেজে গিয়েছে। আবার পুটুপিসি ও তাঁর পুরনো বন্ধুর সম্পর্কের টানাপোড়েন বেশ চর্চায়। সবমিলিয়ে নিজের জায়গা এগিয়ে নিয়ে এসেছে এই ধারাবাহিক। 

এ সপ্তাহে ‘শ্রীময়ী’ পঞ্চম। শ্রীময়ী-জুন-রোহিত-অনিন্দ্যর বাক বিতণ্ডা মজে বাঙালি ধারাবাহিকের দর্শক। শ্রীময়ী-র রেটিং ৮.৯। তারপরে ষষ্ঠ স্থানে রয়েছে যমুনা ঢাকি (৮.৬)। জি বাংলার সা রে গা মা পা দখল করেছে সপ্তম স্থান (৭.৮)। অষ্টমে ভাগ্যলক্ষ্মী (৭.৬)। ১৫+আরবান টিআরপি তালিকায় প্রথম দশের নবম ও দশমে যথাক্রমে- কী করে বলব তোমায় (৬.৮) ও জীবন সাথী (৬.২)। 

দৌড়ে পঞ্চম নম্বরে শ্রীময়ীর জায়গা নেমে আসার আরও একটি কারণ সোশ্যাল মিডিয়া ট্রোল। চড়া আই মেকআপ ও ঠোঁটে লিপস্টিক নিয়ে আইসিইউতে ইন্দ্রাণী হালদারকে দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। সমালোচনার শিকারও হয়েছে। কিন্তু তাতেও জনপ্রিয়তায় চিড় ধরেনি। 

খড়কুটোর ইউএসপি কৌশিক রায় ও তৃণা সাহার জুটি। তাঁদের রয়াসন মন কেড়েছে ধারাবাহিকের দর্শকদের। তার উপর উপরি পাওয়া সোহিনী সেনগুপ্ত, বাদশা মৈত্র, চন্দন সেন, অম্বরিশ ভট্টাচার্যর মতো একগুচ্ছ অভিনেতা। সুতরাং, ড্রয়িংরুম দখলের লড়াই যে জমে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement
Advertisement