আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার মুখ খুললেন বলি তারকা বিদ্যা বালন। দীপাবলিতে মুক্তি পাচ্ছে 'ভুল ভুলাইয়া ৩'। মঞ্জুলিকা রূপে ফের পর্দায় ফিরছেন এই দাপুটে অভিনেত্রী। সোমবার ওই ছবিরই প্রচারে নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে কলকাতায় আসেন বিদ্যা। ছবির প্রচারের মধ্যেই বিদ্যার কণ্ঠে উঠে আসে আরজি কর প্রসঙ্গ। বলি অভিনেত্রী বললেন, 'আমায় নাড়িয়ে দিয়েছে।'
ঠিক কী বলেছেন বিদ্যা?
আরজি করের ঘটনা যে তাঁকেও বিচলিত করেছে, সে কথাই বললেন বিদ্যা। তিনি বলেন, 'বাংলা এমন একটা জায়গা যেখানে মহিলাদের সম্মান করা হয় সবসময়। বিশ্বাসই হচ্ছে না। এটা তো মায়ের শহর। এখানে কীভাবে এই ঘটনা ঘটতে পারে! বুঝতে পারছি না। আমায় নাড়িয়ে দিয়েছে।'
প্রসঙ্গত, আরজি করের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে। বলিউডের অনেক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীই সরব হয়েছিলেন। এবার কলকাতায় এসে এই ঘটনায় সরব হলেন বিদ্যা। কালীঘাট মন্দিরে পুজোও দেন তিনি।
বিদ্যার সঙ্গে কলকাতার যোগ বহুদিনের। ২০০৩ সালে গৌতম হালদারের 'ভাল থেকো' ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন বিদ্যা। বাংলাতেও কথা বলতে পারেন। বাংলার প্রতি তাঁর যে ভালবাসা, তা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। পরে পরিচালক সুজয় ঘোষের 'কহানি' ছবির শুটিংয়ের সময় দীর্ঘদিন কলকাতায় ছিলেন বিদ্যা।
অন্য দিকে, আরজি করকাণ্ডে দীর্ঘদিন ধরে আন্দোলনে শামিল জুনিয়র চিকিৎসকরা। প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা। পরে ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিহত চিকিৎসকের বাবা-মায়ের আর্জি মেনে তাঁরা অনশন প্রত্যাহার করেন। তবে প্রতিবাদ আন্দোলন জারি রয়েছে। বুধবার সিবিআই দফতর অভিযানের ডাক দেওয়া হয়েছে।