অসুস্থ উস্তাদ জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরিবারের সদস্যদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশেববরেণ্য ওই তবলাবাদককে। এখন আইসিইউ-তে চিকিৎসাধীন। জাকির হুসেনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। শুরু হয়েছে প্রার্থনা।
শিল্পীর পারিবারিক বন্ধু রাকেশ চৌরাসিয়া জানিয়েছেন, 'হার্ট সংক্রান্ত সমস্যার জন্য জাকির হুসেনকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অসুস্থ। এখন আইসিইউতে ভর্তি আছেন। আমরা সবাই উদ্বিগ্ন।'
সংবাদমাধ্যমকে জাকির হুসেনের পরিবার জানিয়েছে, সঙ্গীতজ্ঞ জাকির হুসেন অসুস্থ। তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীরা যাতে প্রার্থনা করে সেই অনুরোধ করেছে।
উস্তাদ জাকির হুসেনের জন্ম ১৯৫১ সালে। তিনি দেশের সর্বকালের সেরা তবলাবাদকদের মধ্যে অন্যতম। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণও জিতেছেন তিনি। সাতটি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি। একাধিক গ্র্যামি জিতেছেন। তবলা বাদকের পাশাপাশি তিনি একজন সুরকার, সঙ্গীত বিশেষজ্ঞও।
এদিকে উস্তান জাকির হুসেনের অসুস্থতার খবর চাউর হতেই উদ্বিগ্ন অনুরাগীরা। দ্রুত সুস্থতার জন্য তাঁরা প্রার্থনা শুরু করেছেন। বিশ্বের নানা প্রান্তে জাকিরের অনুরাগী ছড়িয়ে রয়েছেন। তাঁরা তবলাবাদকের দ্রুত আরোগ্য কামনা করছেন।