বিশ্বনাথ বসু। এই সময়ের অন্যতম সেরা অভিনেতা। ঝুলিতে রয়েছে ১৫০-র বেশি সিনেমা। সব ধরনের চরিত্রে অভিনয় করলেও কমেডিয়ান হিসেবেই তাঁর খ্যাতি সবথেকে বেশি। \'ব্যক্তিগত\'-তে এবারের অতিথি বিশ্বনাথ বসু।