'সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা...,' গত কয়েক মাস ধরে সকলের মুখে মুখে ফিরছে বাংলাদেশের 'হাওয়া' ছবির এই গান। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ছবি, গত জুলাই মাসে মুক্তির পর ওপার বাংলায় ব্যাপকভাবে সফল। ৯৫ তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়ায়ের জন্য পাঠানো হয়েছে 'হাওয়া'। আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি। এদেশে মুক্তির আগে ছবির প্রচারে তিলোত্তমায় হাজির টিম 'হাওয়া'। তবে বাবার অসুস্থতার জন্য আসতে পারেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক ও ছবির 'গুলতি' অর্থাৎ ঢালিউড অভিনেত্রী নাজিফা তুশি শেয়ার করলেন, কীভাবে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সমুদ্রে শ্যুটিং করেছিলেন তাঁরা। জানা গেল আরও অজানা নেপথ্যের কাহিনি।
Hawa Bangladeshi Film was shot During cyclone Bulbul on the sea Director Mejbaur Rahman Sumon and Dhallywood actress Nazifa Tushi shares experienc,