30th Kolkata International Film Festival: চলছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি অবধি চলবে এবারের চলচ্চিত্র উৎসব। বছরভর আপামর বাঙালি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন, এই সিনেমার পার্বণের দিকে। KIFF মানে কি শুধুই সিনেমা দেখা? নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক আবেগ? হাল্কা শীত গায়ে মেখে এবারের চলচ্চিত্র উৎসবে যারা সামিল হয়েছেন, দেখুন তারা কী বলছেন।