scorecardresearch
 
Advertisement

Tollywood Shooting Issue: টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগ, ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রসেনজিৎ- দেবের

Tollywood Shooting Issue: টেকনিশিয়ানদের অসহযোগিতার অভিযোগ, ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রসেনজিৎ- দেবের

রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবি নিয়ে জট কিছুতেই কাটছে না! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব হতাশ টেকনিশিয়ানদের কাছ থেকে কোনোরকম সহযোগিতা না পেয়ে। রাহুল মুখার্জি সাসপেনশন ইস্যু টলিউড পরিচালকদের ধর্মঘটের আহ্বান জানান প্রসেনজিৎ এবং দেব। সংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'আমরা সবাই চাই কাজ হোক, কাজ আটকে থাকুক, এটা কেউ চায় না। আমরা সবাই এই কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, কারণ এটা ইন্ডাস্ট্রির ক্ষতি। এই যে কারণ ছাড়া কাজটা বন্ধ রাখা হল, সেটা দুঃখজনক। এমনিই কাজ কমে যাচ্ছে। আগে মুম্বই থেকে যে পরিমাণ কাজ কলকাতায় আসত, তা ৯০ শতাংশ কমে গেছে। খাদানে আমি ৪০০-৫০০জনকে সঙ্গে নিয়ে কাজ করছি। কেউ বলতে পারবে না যে কারুর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিন্তু এভাবে যদি বিনা কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়, যদি বলা হয় যে আমরা টেকনিশিয়ানদের বিরুদ্ধে, তাহলে তা ভুল ন্যারোটিভ তৈরি করে বাংলা সম্পর্কে'।

Advertisement