scorecardresearch
 
Advertisement

Pushpa 2: মুক্তি পেল 'পুষ্পা 2: দ্য রুল', ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ১ মহিলা

Pushpa 2: মুক্তি পেল 'পুষ্পা 2: দ্য রুল', ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ১ মহিলা

দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর, 'পুষ্পা 2: দ্য রুল' ছবিটি এল প্রেক্ষাগৃহে। অল্লু অর্জুনের সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে প্রচণ্ড ক্রেজ রয়েছে। পরিস্থিতি এমন যে গতকাল রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের বাইরে পদদলিত হন অনেকে। এতে আহত হয়েছেন বহু মানুষ। একজন মহিলার মৃত্যু হয়েছে। ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে ওই হাসপাতালে মৃত মহিলার সন্তান আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অল্লু ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল। এটি পরিচালনা করেছেন সুকুমার।

TAGS:
Advertisement