scorecardresearch
 
Advertisement

Sahitya Aaj Tak Kolkata 2023: 'স্কুলে থিয়েটার নিয়ে পড়ানোই হয় না', চাপা ক্ষোভ নাট্যকার উমা ঝুনঝুনওয়ালার গলায়

Sahitya Aaj Tak Kolkata 2023: 'স্কুলে থিয়েটার নিয়ে পড়ানোই হয় না', চাপা ক্ষোভ নাট্যকার উমা ঝুনঝুনওয়ালার গলায়

সাহিত্য ও সঙ্গীতের মহা আসর এবার বাংলায়। 'সাহিত্য আজতক কলকাতা'-র মঞ্চে চলল বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক। দ্বিতীয় দিনে মঞ্চে হাজির ছিলেন কবি, নাট্যকার ও পরিচালক উমা ঝুনঝুনওয়ালা। সেখানেই ওটিটি-র যুগে থিয়েটার চ্যালেঞ্জ'-এই বিষয়ে নিজের মতামত শেয়ার করলেন তিনি। উমা ঝুনঝুনওয়ালার কথায়, "গত ২৯ বছর ধরে কলকাতার থিয়েটার থেকে আমি যা বুঝেছি, এখানে হিন্দি রঙ্গমঞ্চের অতটা কদর নেই। কারণ স্কুলেও থিয়েটার নিয়ে পড়ানো হয় না। এমনকী স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও যে কোনও বিষয়ের শিক্ষক- ছাত্রদের একটা নাটক তৈরি করিয়ে দিচ্ছি। এটা তো এভাবে করার মতো বিষয়ই না। রঙ্গমঞ্চের আলাদা ভাষা,আলাদা ব্যাকরণ আছে। স্কুলগুলিয়ে থিয়েটারের সঙ্গে যুক্ত কোনও শিল্পীকে ডাকা হয় না, বিষয়টি পড়ানোর জন্য। শিক্ষার্থীরাই থিয়েটারের পরিভাষাই বুঝছে না। ফলে বড় হয়ে তারা থিয়েটার দেখতে আসছে না, টিকিটও বিক্রি হচ্ছে না, সমস্যা থেকেই যাচ্ছে।"

Advertisement