রবীন্দ্র সঙ্গীত শিল্পী বলতে যাঁদের নাম প্রথমে আসে তাঁদের মধ্যে অন্যতম জয়তী চক্রবর্তী। তাঁর মতে, রবীন্দ্রসঙ্গীত একটা সময় এলিট ক্লাস শুনত। এখন তার পরিসর বেড়েছে। পানের দোকান বা চায়ের দোকানেও রবীন্দ্র সঙ্গীত শোনা যায়। তাঁর মতে, এটা ভালো প্রবণতা। তবে সব সময় যে ঠিকভাবে পৌঁছচ্ছে এমনটা নয়।
Exclusive Interview Of Singer Jayati Chakraborty