হার্টের সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর অবস্থা বেশ গুরুতর। ভারত তথা বিশ্ব যেন বিশ্বাসই করতে চাইছিল না জাকির হোসেন নেই। মৃত্যুর খবর ঘিরে দীর্ঘ চর্চা শুরু হয়। উস্তাদজি বেঁচে আছেন, এই খবরও দাবি করেন অনেকে। শেষ পর্যন্ত সোমবার জাকির হোসেনের পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ৭৩ বছর বয়সে চিরঘুমে উস্তাদ।