ঝাঁ চকচকে জিম, আর তার মাঝেই ট্রেনারের নির্যাতনের শিকার মহিলা। সোশ্যাল মিডিয়ায় এমনি এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তোলপাড় ফেলা এমন ঘটনা ঘটেছে নদিয়ার রানাঘাটে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে কানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, রানাঘাটের স্থানীয় বডিল্যাব পাওয়ার জিমে ওই মহিলা প্রতিদিনই জিম করতে যেতেন। ঘটনার দিনও তার ব্যতিক্রম ছিল না। ওই সময় জিমে ওই মহিলার সঙ্গে ট্রেনারও ছিলেন। কোনও একটি বিষয় নিয়ে ট্রেনারের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। আর তারপরেই মহিলাটি কাঁদতে কাঁদতে বাইরে যাচ্ছিল। সেই সময় তাঁর হাত টেনে মাটিতে ফেলে ওই যুবক। এরপর মেয়েটিকে ক্রমাগত থাপ্পড় মারে। তারপর তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায় যুবকটি। ইতিমধ্যে, এই ঘটনার একটি সিসিটভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও ওই ভিডিওর সত্যতা স্বীকার করেনি bangla.aajtak.in।
This footage is from Bodylab Power Gym Ranaghat West Bengal. The trainer is seen physically abusing a woman. She is crying for help but to no avail. How long before public spaces can actually provide a safe environment to women? Such incidents should be taken with utmost gravity… pic.twitter.com/HePYdfBbd1
আরও পড়ুন
— ruchi kokcha (@ruchikokcha) May 5, 2024
বিষয়টি নিয়ে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। জিমে মহিলাকে মারধরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ওই যুবককে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, রানাঘাট সিদ্ধেশ্বরীতলা এলাকার একটি ক্লাবের দোতলায় একটি জিম চালান এক যুবক। অভিযোগ, গত জানুয়ারি মাসের ৯ তারিখ ওই ব্যায়ামাগারের মধ্যে এক যুবতীকে মারধর করে ওই ব্যায়ামাগারের প্রশিক্ষক। আর সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ গত ৪ দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এর পরই ওই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। রবিবার রাতে হিজুলি থেকে অভিযুক্ত জিম ইন্সট্রাক্টর যুবককে গ্রেফতার করে রানাঘাট পুলিশ। সোমবার ধৃতকে রানাঘাট আদালতে তোলে রানাঘাট থানার পুলিশ।
Update: The guy is arrested by Ranaghat police. Thanks to everyone who shared and made it possible. https://t.co/5zeaZClDD7
— ruchi kokcha (@ruchikokcha) May 5, 2024
যদিও ওই মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। এমনকী কেন ওই যুবক মহিলাটির ওপর আক্রমণ করলেন তাও এখনও জানা যায়নি। তবে এই ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে জিমে মহিলাদের নিরাপত্তা নিয়েও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ রানাঘাট জেলা পুলিশের শেয়ার করা একটি পোস্টে তারা লিখেছেন, "এই ভিডিওতে থাকা অপরাধীকে রানাঘাট জেলা পুলিশ শনাক্ত করেছে এবং গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে। আক্রান্ত মহিলার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বর্তমানে তিনি নিরাপদে আছেন।"