scorecardresearch
 

স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক বানচাল, উত্তরপ্রদেশে ধৃত ২ আলকায়দা জঙ্গি

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় নাশকতার ছক কষেছিল দুই আল কায়দা জঙ্গি।

Advertisement
ধৃত ২ জঙ্গি ধৃত ২ জঙ্গি
হাইলাইটস
  • ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় নাশকতার ছক কষেছিল দুই আল কায়দা জঙ্গি
  • তাদের গ্রেফতার করল সেই রাজ্যের ATS

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় নাশকতার ছক কষেছিল দুই আল কায়দা জঙ্গি। তাদের গ্রেফতার করল সেই রাজ্যের ATS। ধৃতদের নাম মিনাজ আহমেদ ও মসিরুদ্দিন। উত্তরপ্রদেশের ADG প্রশান্ত কুমার জানান, লখনউয়ের কাকোরি থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে। 

প্রশান্ত কুমার আজ সাংবাদিক বৈঠক থেকে জানান, ওমর এলমন্ডি নামে একজন ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। তার মাধ্যমেই ভারতে সন্ত্রাসবাদীদের নিযুক্ত করা হত। এবং ওমরের নির্দেশেই কাজ করত ভারতে অনুপ্রবেশকারীরা। মিনাজ আহমেদ ও মসিরুদ্দিন-সহ বেশ কয়েকজনকে নিয়ে লখনউতে একটি মডিউল চালাচ্ছিল ওমর। তারা ১৫ অগাস্টের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষেছিল। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক ও পিস্তল উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন : রোগীর আত্মীয় সেজে লুকিয়ে ছিল, কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে STF-এর জালে ৩!

প্রশান্ত কুমার আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে নাশকতা চালানোর জন্য মানব বোমা তৈরির কাজও করছিল জঙ্গিরা। তাদের উদ্দেশ্য ছিল জনবহুল জায়গায় দফায় দফায় বিস্ফোরণ ঘটানো। তবে দুজনকে গ্রেফতারের ফলে সেই সম্ভাবনা এখন কমেছে। তবে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি রেখেছেন তদন্তকারীরা। 

প্রসঙ্গত, আজ দুপুরে কাকোরিতে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় ATS। সন্দেহভাজনদের গ্রেফতারের পর একাধিক জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়। 

Advertisement