scorecardresearch
 

ভারত-বাংলাদেশের মাঝে সুড়ঙ্গে মানুষ পাচার! হদিশ পেল অসম পুলিশ

ভারত (India) - বাংলাদেশের (Bangladesh) মধ্যে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গের (Tunnel) হদিশ পেল অসম পুলিশ (Assam Police)। এক অপহৃত ব্যক্তিকে উদ্ধারের তদন্তে নেমে বিষয়টি জানতে পারেন পুলিশ কর্তারা। ওই সুড়ঙ্গটি আন্তর্জাতিক চোরাচালান ও অপহৃত ব্যক্তিদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হত বলে মনে করছে পুলিশ। ভারতের দিকে সুড়ঙ্গের মুখ বন্ধ করার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে বিএসএফকে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভারত-বাংলাদেশের মাঝে গোপন সুড়ঙ্গ
  • সুড়ঙ্গে চলত চোরাচালান ও অপহৃতদের পাচার
  • জানাল অসম পুলিশ


ভারত (India) - বাংলাদেশের (Bangladesh) মধ্যে ২০০ মিটার লম্বা সুড়ঙ্গের (Tunnel) হদিশ পেল অসম পুলিশ (Assam Police)। এক অপহৃত ব্যক্তিকে উদ্ধারের তদন্তে নেমে বিষয়টি জানতে পারেন পুলিশ কর্তারা। ওই সুড়ঙ্গটি আন্তর্জাতিক চোরাচালান ও অপহৃত ব্যক্তিদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হত বলে মনে করছে পুলিশ। ভারতের দিকে সুড়ঙ্গের মুখ বন্ধ করার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে বিএসএফকে। 

ঘটনার সূত্রপাত গত ২৮ ডিসেম্বর। অসমের করিমগঞ্জের বাসিন্দা দিলওয়ার হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা। তাঁর পরিবারের থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বাড়ি ফেরার পর দিলওয়ার পুলিশকে ওই সুড়ঙ্গের বিষয়ে জানান। সেই তথ্যের ওপর ভর করে গত শুক্রবার বালিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এই বিষয়ে অসম পুলিশের এসপি ময়াঙ্ক কুমার জানাচ্ছেন, ঘন জঙ্গলের মধ্যে কাঁটা তারের বেড়া দিয়ে লুকনো ছিল সুড়ঙ্গটি। বিএসএফকে সুড়ঙ্গের মুখ বন্ধ করার জন্য বলা হয়েছে বলেও জানান এসপি ময়াঙ্ক কুমার। 

এই বিষয়ে দিলওয়ার হোসেন জানান, বাংলাদেশের সিলেট পর্যন্ত বিস্তৃত এই সুড়ঙ্গ। এই পথ দিয়েই পাচারের সামগ্রী ও অপহৃতদের নিয়ে যেত দুষ্কৃতীরা। তিনি আরও বলেন করিমগঞ্জের ৯২ কিলোমিটার ব্যাপী সীমান্তে এইরকম প্রায় ৬৩টি প্রাকৃতিক গর্ত আছে। এছাড়াও এই এলাকার ২২টি কাঁটাতার বিহীন জায়গা দিয়ে অনুপ্রবেশ হয় বলেও অভিযোগ। প্রসঙ্গত ২০১৮ সালের মে মাসে করিমগঞ্জের মদনপুরে এইরকম আরও একটি সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়। সেটি গরু পাচারের জন্য ব্যবহার করা হত বলে জানা যায়। 

 

Advertisement