scorecardresearch
 

Bengaluru Murder: হোটেলে তরুণীকে কুপিয়ে খুনের পর মৃতদেহের সঙ্গেই ২ দিন থাকল যুবক, হাড়হিম করা ঘটনা

বেঙ্গালুরুতে আরও এক যুবতীর নৃশংস খুন। মর্মান্তিক এই ঘটনাটি ইন্দিরা নগরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের। মায়া গগৈ নামে ওই ভ্লগারের বিছানায় রক্তমাখা দেহ পাওয়া যায়। রিসেপশনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে তরুণীর সঙ্গে এক আরভ হারনি নামে এক তরুণকেও একসঙ্গে প্রবেশ করতে দেখা যায়। ঘটনাটি গত ২৩ নভেম্বরের।

Advertisement
বেঙ্গালুরুর হোটেলে তরুণীকে কুপিয়ে খুন বেঙ্গালুরুর হোটেলে তরুণীকে কুপিয়ে খুন

বেঙ্গালুরুতে আরও এক যুবতীর নৃশংস খুন। মর্মান্তিক এই ঘটনাটি ইন্দিরা নগরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টের। মায়া গগৈ নামে ওই ভ্লগারের বিছানায় রক্তমাখা দেহ পাওয়া যায়। রিসেপশনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে তরুণীর সঙ্গে এক আরভ হারনি নামে এক তরুণকেও একসঙ্গে প্রবেশ করতে দেখা যায়। ঘটনাটি গত ২৩ নভেম্বরের।

অভিযোগ ২৪ নভেম্বর মায়াকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আরভ। দু'দিন তরুণীর দেহের সঙ্গে একই ঘরে ছিলেন তরুণ। তারপর মঙ্গলবার সকালে রুম ছেড়ে পালান। জানা যায়, তরুণী কোরামঙ্গলায় চাকরি করতেন। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

তরুণীর পেশাগত এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য কোরামঙ্গলায় একটি দল পাঠানো হয়েছে। যা অপরাধের পেছনের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন

গত ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুর একটি ওয়ান বেডরুম ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয় মহালক্ষ্মীর। দেহটিকে ৩০ পিস করে ফ্রিজের মধ্যে রাখা ছিল। ঘটনা সামনে আসার পর বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশ তা নিয়ে বিবৃতিও দেয়। এই খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয় গোটা দেশ। 

Advertisement