বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক। আহতদের মধ্যে একজন চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকার একটি লিচু বাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
পলিশ সুত্রে জানা গিয়েছে, সুলতানগঞ্জ এলাকার একটি লিচু বাগান রয়েছে। মঙ্গলবার সকলে সেই বাগানের মধ্যে দিয়েই কাঠ কুড়োতে যাচ্ছিল দুই বালক। সেই সময় বাগানে পড়ে থাকা একটি বোমাকে বল ভেবে ছোঁড়ে তারা। যার জেরে ফেটে যায় বোমাটি। বিকট আওয়াজ শুনে তরিঘড়ি লিচু বাগানে ছুটে যান স্থানীয় বাসন্দারা। দুই বালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় একজনকে।
এদিকে ইতিমধ্যেই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। একইসঙ্গে কে বা কারা ওই স্থানে বোমাগুলি মজুদ করেছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
অন্যদিকে তাজা বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকেও। জানা গিয়েছে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ায়। অভিযোগ, সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী এলাকায় জমি দখল করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পুলিশকে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে এক বস্তা তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।