scorecardresearch
 

Crime: বোরখা পরতে চাননি, হিন্দু স্ত্রীকে গলা কেটে মারল মুসলিম স্বামী

Crime: স্থানীয়দের দাবি, বছর তিন আগে প্রেম করে রপালী নামে এক যুবতীকে বিয়ে করেন ওই যুবক। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পরে দম্পতির মধ্যে বিবাদ বাড়ায় সন্তানকে নিয়ে আলাদা করে থাকতে শুরু করে দেন রূপালী।

Advertisement
মৃত রূপালী। মৃত রূপালী।
হাইলাইটস
  • বোরখা পরতে চাননি
  • হিন্দু স্ত্রীকে গলা কেটে মারল মুসলিম স্বামী
  • জানুন বিস্তারিত তথ্য

Crime: স্বামীর কথা মেনে বোরখা না পরায় স্ত্রী প্রকাশ্যের গলা কেটে হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মুম্বাইয়ের তিলক নগরের ঘটনা। অভিযুক্তের নাম মহঃ ইকবাল। স্থানীয়দের দাবি, বছর তিন আগে প্রেম করে রপালী নামে এক যুবতীকে বিয়ে করেন ওই যুবক। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পরে দম্পতির মধ্যে বিবাদ বাড়ায় সন্তানকে নিয়ে আলাদা করে থাকতে শুরু করে দেন রূপালী। কিন্তু ফোনে দু জনের মধ্যে প্রায়ই কথা হত।

কেন এই খুন

সোমবার ফের ইকবাল ফোন করে রূপালীকে। সেখানে ফের ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। সেই সময়ে ডির্ভোসের কথা তোলে রূপালি। অভিযোগ, এর পরেই রপালীর বাড়িতে চলে আসে ইকবাল। টেনে রাস্তায় নিয়ে আসে। সেখানে ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেয় ইকবাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপালীর। রুপালীর চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে জড়ো হতে থাকেন। তার পরেই এলাকা ছেড়ে দেয় ইকবাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রুপালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে ইকবালকে খুঁজে তাকে গ্রেফতার করে পুলিশ। 

কী জানাচ্ছে অভিযুক্ত

পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর কোনও সন্তান না হওয়ায় ইকবাল তাকে তালাক দেয়। তিন বছর আগে হিন্দু মেয়ে রূপালীকে বিয়ে করে। রুপালী ও তার একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু কিছুদিন আগে ঝগড়ার পর থেকে আলাদা থাকতে শুরু করেন রুপালী। প্রায়ই তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হত। সোমবার ফের ঝগড়া হয়। আর রাগের মাথাতেই রুপালীকে গলা কেটে হত্যা করে। অন্যদিকে, রূপালীর বোনের দাবি, ইকবাল রূপালীকে জোর করে মুসলিম রীতিনীতি মানতে বাধ্য করত। বোরখা পড়তে জোর করত। সেটা রূপালী মেনে নেননি বলেই তাকে হত্যা করেছে ইকবাল। তিলক নগরের পুলিশ অধিকারিক বিলাস রাঠৌড় জানিয়েছেন, সোমবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ইকবাল শেখ তার ২৩ বছর বয়সী স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হত্যার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

                                                                                                                       মুম্বই থেকে মহঃ এজাজের প্রতিবেদন

Advertisement