scorecardresearch
 

সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন মঞ্চের কাছে যুবকের হাতকাটা ঝুলন্ত দেহ

শুক্রবার সকালে আন্দোলনকারীদের মঞ্চের কাছে দেখা যা দেহটি। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। যুবকের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা যচ্ছে। যুবকের হাতও কব্জি থেকে কেটে দেওয়া হয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • দেহের হাত কব্জি থেকে কাটা
  • চাঞ্চল্য সিঙ্ঘু সীমান্তে

সিঙ্ঘু সীমান্তে (Singhu Border) আন্দোলনরত কৃষকদের মঞ্চের কাছেই উদ্ধার যুবকের হাতকাটা ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে, হাত কেটে ব্যারিকেডের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় ওই যুবককে। সূত্রের খবর প্রথমে পুলিশকে মঞ্চের কাছে যেতে দিচ্ছিলেন না আন্দোলনকারীরা। পরে কুণ্ডলী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় নিহঙ্গদের দিকে উঠছে অভিযোগের আঙ্গুল। 

শুক্রবার সকালে আন্দোলনকারীদের মঞ্চের কাছে দেখা যা দেহটি। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। যুবকের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা যচ্ছে। যুবকের হাতও কব্জি থেকে কেটে দেওয়া হয়েছে। 

দশেরার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আন্দোনকারীদের মধ্যে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা যুবককে নৃশংসভাবে হত্যা করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি-উত্তরপ্রদেশ ও দিল্লি-হরিয়ানার পৃথক পৃথক সীমান্তে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই নিয়ে সরকারের সঙ্গে বেশ কয়েকদফা আলোচনাও হয়েছে কৃষকদের। কিন্তু তারপরেও কোনও রফাসূত্র পাওয়া যায়নি। 

 

Advertisement