হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।
স্থানীয়দের কথায়, রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল নাবালিকা। পরিবারের সদস্যরাই প্রথম খোঁজ শুরু করেন। এরই মধ্যে বাড়ি থেকে কিছুটা দূরেই এক প্রতিবেশীর বাড়ির কাছে নাবালিকাকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় মেলে।
নাবালিকাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসে পৌঁছায় পুলিশ।
এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে হেফাজতে চাওয়া হবে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ।
নাবালিকার নির্মম ধর্ষণ-খুনের ঘটনায় গুরাপে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এর পাশাপাশি নারী-নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ চাইছেন তাঁরা।