নিজেকে ব্যবসায়ী এবং কেন্দ্রীয় সরকারের ট্রাফিক ওয়েলফেয়ার অ্যান্ড রোড সেফটি ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা বলে পরিচয় দিয়ে যুবক-যুবতীদের মোটা বেতনের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম বিদ্যুৎ পোদ্দার। এক প্রতারিতের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
ভুয়ো পরিচয় দিতে প্রতারণা
প্রতারিতদের অভিযোগ, নীলবাতি লাগান গাড়ি নিয়ে ঘুরতেন বিদ্যুৎ পোদ্দার নামে ওই ব্যক্তি। কারও কাছে নিজেকে ব্যবসায়ী, কারও কাছে আবার নিজেকে কেন্দ্রীয় সরকারের আমলা বলে পরিচয় দিতেন তিনি। নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বহু ছেলেমেয়েকে চাকরির প্রলোভন দেখান ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে খবর, নিজেকে চা ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় 'চা সঙ্গ' নামে একটি অফিস খোলেন বিদ্যুৎ পোদ্দার। উত্তরবঙ্গ থেকে চা পাতা এনে দুর্গাপুরে প্যাকিং করে বাজারজাত করা হবে বলে জানিয়েছিলেন তিনি। এমনকী সেখানে কেয়েকজনকে নিয়োগও করা হয়। অভিযোগ সেই প্রজেক্টেই কাজ দেওয়ার নাম করে যুবক-যুবতীদের থেকে প্রচুর টাকা নেন তিনি। এমনকী নিজেকে প্রভাবশালী দেখাতে নীলবাতি লাগান গাড়ি এবং দেহরক্ষী নিয়েও ঘুরতেন বিদ্যুৎ পোদ্দার।
চাকরি না পেয়ে অভিযোগ
অভিযোগ, টাকা নেওয়ার পরেও চাকরি দেননি ওই ব্যক্তি। এমনকী কয়েকদিন ধরে তাঁর কোনও খোঁজও পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। অবশেষে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। নির্দিষ্টি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।