scorecardresearch
 

JMB Kolkata: রাজ্যে কতদূর ছড়িয়ে JMB-জাল? হরিদেবপুরে জঙ্গি-ডেরায় STF

হরিদেবপুরে যে বাড়ি থেকে ৩ জঙ্গি গ্রেফতার হয়েছে, সেখানে তল্লাশি অভিযান শুরু করল STF। রবিবার রাতে হরিদেবপুর থেকে ৩ JMB জঙ্গি— নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির ও রবিউল ইসলামকে গ্রেফতার করে।

Advertisement
কলকাতা জঙ্গিডেরা কলকাতা জঙ্গিডেরা
হাইলাইটস
  • হরিদেবপুরে যে বাড়ি থেকে ৩ জঙ্গি গ্রেফতার হয়েছে, সেখানে তল্লাশি অভিযান STF-র
  • জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার একাধিক নথি, দাবি গোয়েন্দাদের

হরিদেবপুরে যে বাড়ি থেকে ৩ জঙ্গি গ্রেফতার হয়েছে, সেখানে তল্লাশি অভিযান STF-র। রবিবার রাতে হরিদেবপুর থেকে ৩ JMB জঙ্গি— নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির ও রবিউল ইসলাম গ্রেফতার হয়। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জানতে পারেন, খাগড়াগড়ের মতোই এই ডেরাকে ব্যবহার করছিল জঙ্গিরা। কলকাতা বা তার আশপাশে তাদের বিস্ফোরণের ছকও ছিল। 

পুলিশ  আরও জানতে পেরেছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এসে কলকাতার হরিদেবপুরে ঘাঁটি তৈরি করেছিল JMB জঙ্গিরা। সেলিম মুন্সি নামে এক ব্যক্তি হরিদেবপুরের ওই ভাড়া বাড়িটি জোগাড় করে দিয়েছিল জঙ্গিদের। তারা পয়লা জুলাই থেকে সেই বাড়িতে থাকতে শুরু করে। আজ সেই বাড়িতেই হানা দেয় কলকাতা পুলিশের STF। 

আরও পড়ুন : বর্ধমানে BJP-র বৈঠকে উত্তেজনা, দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ

পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতর থেকে ওই জঙ্গিদের ব্যবহৃত একাধিক জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হচ্ছে। দুই কামরার ওই ঘরে এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঙ্গিদের ব্যাগ, ডায়েরি, জামাপ্যান্ট-সহ ব্যবহৃত একাধিক সামগ্রী। ওই ডায়েরিতে রয়েছে অসংখ্য নাম, ফোন নাম্বার এবং বিভিন্ন সাংকেতিক ভাষায় লেখা তথ্য। রয়েছে সঙ্গী সাথীদের ছবিও। সেগুলিই বাজেয়াপ্ত করার কাজ চলছে। 

হরিদেবপুরে জঙ্গিডেরায় STF
হরিদেবপুরে জঙ্গিডেরায় STF

পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি-সহ গোটা এলাকার ছবি তোলা হচ্ছে। বানানো হচ্ছে স্কেচও। পাশাপাশি ওই বাড়ির কাছেই একটি  CCTV থেকে ফুটেজ সংগ্রহ করছেন আধিকারিকরা।

এদিকে জঙ্গিদের গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আজ ফের সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে জঙ্গিদের আনাগোনা বা ঘাঁটি করে বসে থাকা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। জামাত, সিমি, জেএমবি-র জঙ্গিরা আগেও এরাজ্য থেকে ধরা পড়েছে। আসলে রাজ্য সরকার এসব বিষয়ে উদাসীন। তাই জঙ্গিদের বাড়বাড়ন্ত।' 

Advertisement

Advertisement