scorecardresearch
 

ধনেখালিতে BJP-র মহিলা কর্মী আক্রান্ত, মুখ্যমন্ত্রীকে বিঁধে ট্যুইট লকেটের

ধনেখালি বিধানসভার ১৫৯ নম্বর বুথে বিজেপির মহিলা কর্মীকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাম পায়ে কোপ মারা হয় মহিলার। ধারালো অস্ত্রের আঘাতে ব্যাপকভাবে আহত হন বিজেপির ওই মহিলা কর্মী। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Advertisement
আক্রান্ত বিজেপির মহিলা কর্মী আক্রান্ত বিজেপির মহিলা কর্মী
হাইলাইটস
  • আক্রান্ত মহিলা বিজেপি কর্মী
  • হাসপাতালে চিকিৎসাধীন মহিলা
  • মুখ্যমন্ত্রীর সমালোচনায় ট্যুইট লকেটের

হুগলির ধনেখালিতে বিজেপির মহিলা কর্মীর ওপর হামলার ঘটনায় ট্যুইটে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ট্যুইটারে লকেট প্রশ্ন তোলেন, "মা-বোনেদের ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে আজকের দিনে মহিলাদের ওপরে সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে কেন?"

ধনেখালি বিধানসভার ১৫৯ নম্বর বুথে বিজেপির মহিলা কর্মীকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাম পায়ে কোপ মারা হয় মহিলার। ধারালো অস্ত্রের আঘাতে ব্যাপকভাবে আহত হন বিজেপির ওই মহিলা কর্মী। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

এদিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় জেলার অন্দরে। ঘটনার তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মহিলাদের ওপরে এত অত্যাচার কেন সেই প্রশ্নও তোলেন লকেট। একইসঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন বিজেপি (BJP) নেত্রী। 

প্রসঙ্গত নির্বাচনকে ঘিরে বারেবারেই রক্তাক্ত হয়েছে বাংলা। আর ভোটের ফল ঘোষণার পর সেই হিংসা তীব্র আকার ধারণ করে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহর কলকাতাতেও হিংসার শিকার হন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি মহিলাদের ওপরেও অত্যাচারের অভিযোগ ওঠে। 

ফলাফল পরবর্তী এই হিংসায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী এই হিংসার জেরে রাজ্যে ছুটে আসতে হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকেও। আবার পাল্টা বিজেপির বিরুদ্ধে 'ভুয়ো খবর' ছড়ানোর অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement


 

Advertisement